"ক্ষমতা থাকলে হারিয়ে দেখা..." ঘরের বাইরে আবার জয় ব্যাঙ্গালুরুর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর (IPL 2025) ৩৭তম ম্যাচে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংস (PBKS vs RCB) এর মুখোমুখি হয়েছিল। মুল্লানপুরে আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার এসে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন পাঞ্জাব দল ২০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে, রয়্যাল চ্যালেঞ্জার্স দল ১৫৯ রান তুলে ফেলে এবং ম্যাচটি সাত উইকেটে জিতে নিলো। টস হেরে প্রথমে ব্যাট করতে নামার পর, পাঞ্জাব কিংস দলের শুরুটা একেবারে ভালো হয়নি। ৪২ রানের মাথায় ওপেনার প্রিয়াংশ আর্যর উইকেট হারায় পাঞ্জাব, তিনি ১৫ বলে মাত্র ২২ রান বানাতেই সক্ষম হন।

পাশাপশি, আর এক ওপেনার প্রভসিমরন সিং ৩৩ রানের ব্যক্তিগত স্কোর বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) RCB-এর হয়ে প্রথম দুই উইকেট সংগ্রহ করেন। ৭৬ রানে চার উইকেট হারায় পাঞ্জাব। জোশ ইংলিশ ২৯ রান বানিয়ে সুয়াশের বলে সাজঘরে ফেরেন। শেষের দিকে শশাঙ্ক সিং এবং মার্কো জেনসেন ভালো ব্যাটিং করে পাঞ্জাবের ইনিংস সামাল দেন। সপ্তম উইকেটে দুজনের মধ্যে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে, যার দৌলতে ১৫৭ রান বানাতে সক্ষম হয়েছিল পাঞ্জাব।

৭ উইকেটে ম্যাচ জিতলো RCB

Ipl 2025
Virat Kohli | Image: Getty Images

জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ রানের মাথায় ওপেনার ফিলিপ সল্টকে (Philip Salt) প্যাভিলিয়নে ফেরান। আবার একবার অর্ষদীপ সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন সল্ট। এরপর, দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির মধ্যে ১০৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৩৫ বলে ৬১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং কিং কোহলি অপরাজিত ৭৩ রান বানিয়ে দলকে জয়ের দিকে ঠেলে দেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আজকে পাঞ্জাবের এই জয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। এক ভক্তের দাবি, “ঘরের মাঠে না জিতলেও এরা বাইরে ম্যাচ হারবে না।” এক ভক্ত লিখেছেন, “বিরাট কোহলি এখনও RCB-এর ব্যাটিংয়ের মূল কান্ডারি।” অন্য এক ভক্ত লিখেছেন, “পাঞ্জাব কিংস আবার যাদের হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেয়েছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “আজকের ম্যাচে পাঞ্জাবের জেতার কোনো ইচ্ছা ছিলই না।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: অপমানের জবাব দিলো বেঙ্গালুরু, বিরাট-দেবদত্তদের তোপের মুখে ধরাশায়ী পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *