“টাকার জলাঞ্জলি দিয়েছে…” পাঞ্জাবের সামনে ২০৬ রানের লক্ষমাত্রা রাখলো রাজস্থান, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে চাহাল !! 1

IPL 2025: ঘরের মাঠে আজ প্রথম ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। মোহালির বদলে মুল্লানপুরে আজকে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস (PBKS vs RR)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রাজস্থানের হয়ে ব্যাটিং করতে এসে পাঞ্জাব কিংস বোলারদের রিতিমতন ব্যাকফুটে ঠেলে দেন রাজস্থান দলের দুই ওপেনার। ব্যাটিং করতে এসে জয়সওয়াল ও সঞ্জুর জুটি পাওয়ার প্লের ভিতর ৫৩ রান বানিয়ে ফেলে।

Read More: IPL 2025: ‘ক্যাপ্টেন’ সঞ্জু ফিরতেই ছন্দে রাজস্থান, মুল্লানপুরে রয়্যালসদের স্কোরবোর্ডে ২০৫ রান !!

পাঞ্জাবকে ২০৬ রানের লক্ষমাত্রা দিলো রাজস্থান

Ipl 2025
Yashasvi Jaiswal | Image: Getty Images

সঞ্জু ও জয়সওয়ালের মধ্যে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্যাট হাতে, ক্যাপ্টেন স্যামসন ২৬ বলে ৬টি চারের বিনিময়ে ৩৮ রান বানান। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।  এই মৌসুমের প্রথম তিন ম্যাচে ব্যর্থতার পর অবশেষে আজকের ম্যাচে ফর্মে ফিরেছেন জয়সওয়াল। আজকের ম্যাচে ৪৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রান বানিয়েছেন তিনি। তিনে ব্যাটিং করতে এসে রিয়ান পরাগের ব্যাট থেকে ৩টি চার ও ৩টি ছক্কায় এসেছিল ২৫ বলে ৪৩ রান। মিডিল অর্ডারে ব্যাটিং করে নীতিশ রানা ৭ বলে ১২ রান বানান। তাছাড়া শিমরন হেটমায়ার ১২ বলে ২০ এবং ধ্রুব জুড়েল ৫ বলে ২০ রানের ইনিংস খেলেন।

রাজস্থান প্রথমে ব্যাটিং করতে এসে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান বানিয়ে ফেলে। পাঞ্জাবের পক্ষ থেকে সর্বাধিক ২ উইকেট পেয়েছেন লোকি ফার্গুসন এবং মার্কো জেনসেন ও অর্ষদপি সিং একটি করে উইকেট পেয়েছেন। রাজস্থান দলের দুরন্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পাঞ্জাব কিংস।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: আউট হয়ে মেজাজ হারালেন সঞ্জু স্যামসন, মাঠেই ছুঁড়ে ফেললেন ব্যাট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *