IPL 2025: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত একটি কামব্যাক স্টোরি লিখলো পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওপেনার প্রিয়ান্স অর্য এবং প্রভশিমরন সিং সিংয়ের মধ্যে আজকেও ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠেনি। মুকেশ চৌধুরীর দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শিমরনকে। অধিনায়ক শ্রেয়স ব্যাটিং করতে এসে প্রথম থেকেই আগ্রাসী রূপ ধারণ করলেও ক্যাপ্টেন শ্রেয়সের ইনিংস ৯ রানেই শেষ করে দেন খলিল আহমেদ। শ্রেয়াসকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে ফেরান তিনি। চারে ব্যাটিং করতে আসেন অজি তারকা মার্কাস স্টয়নিস। ৭ বলে ৪ রান বানিয়ে পাওয়ার প্লের মধ্যেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল মার্কাসকে। পাওয়ার প্লের বেশ ফায়দা তোলেন প্রিয়ান্স।
তিন উইকেট হারিয়ে পাওয়ার প্লের ভেতরে ৭৫ রান বানিয়ে ফেলেছিল পাঞ্জাব। গত দুই ম্যাচে দুর্দান্ত চলতে থাকা নেহাল ওয়াধেরার ব্যাট থেকেও আজ বেশি রান দেখতে পাওয়া গেল না। সাত বলে নয় রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন নিজের। এমনকি ম্যাক্সওয়েলও আজকের ম্যাচে ব্যার্থ হয়েছেন। অশ্বিনের দ্বিতীয় বলেই ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। দ্রুত ৫ উইকেট হারালেও দলের ব্যাটিংয়ের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন প্রিয়ান্স এবং শশাঙ্ক সিং।
চেন্নাইয়ের সামনে ২২০ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব

আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ৪২ বলে ৭টি চার এবং ৯টি ছক্কায় ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন বছর ২৪’এর তারকা প্রিয়ান্স। শেষের দিকে শশাঙ্কের ব্যাট থেকে এসেছিল ৩৬ বলে ৫২ র্শনের ইনিংস এবং মার্কো জেনসেনের ১৯ বলে ৩৪ রানের ইনিংসে চেন্নাইয়ের সামনে পাহাড় সমান রান তুলে ফেললো পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান বানায় পাঞ্জাব, চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন অশ্বিন এবং খলিল। একটি করে উইকেট পেয়েছেন মুকেশ চৌধুরী ও নূর আহমেদ। পাঞ্জাবের দুরন্ত কামব্যাকের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।