Nazmul Hassan Papon: মাথা খারাপ হয়ে গিয়েছে নাজমুল হাসান পাপনের ! এমনটাই মনে করছেন বাংলাদেশি সমর্থকরা। সালটা ২০২২ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করা মাত্রই সাংবাদিক সম্মেলনে পাপন টি-টোয়েন্টি দল নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন, “সবসময় এটা আপনাদের বুঝতে হবে যে আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।” তবে দুই বছর পরেই পাপন আবার দাবি জানালেন যে এই ধরণের মন্তব্য নাকি তিনি করেননি, এককথায় এগুলো নাকি ভুয়ো।
২০২২ সালে পাপন (Nazmul Hassan Papon) জানিয়েছিলেন, “এতদিন যা হয়েছে তা হয়ে গিয়েছে, আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করতে চাই। এই বিশ্বকাপে কিছু পরীক্ষা নিরীক্ষা হবে কিছু পরিবর্তন হবে। আমরা তা মেনে নিতে প্রস্তুত। যদি খারাপও হয় তো আমরা হতাশ হবো না। তবে আমরা চাই ছেলেরা ভালো করুক। তবে ৬-৭ মাস পরে যেন আমরা ভালো দল পাই। একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় আমাদের টার্গেট পরবর্তী বিশ্বকাপ।”
পাপনকে একহাত নিলো ভক্তরা
পাপনের করা সেই মন্তব্যকে ঘিরে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে চর্চা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ, গত মঙ্গলবার বোর্ড সভা শেষ করে সংবাদ সম্মেলনে এসে পাপনের কাছে যখন সংবাদিকরা জিজ্ঞাস করেন তার ‘লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ’ বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার জানান।
পাপন (Nazmul Hassan Papon) তখন উত্তরে বলেন, “আপনারা যে বলছেন যে আমরা খেলার আগে বলি নেক্সট বিশ্বকাপ…নেক্সট বিশ্বকাপ। এটা আপনারা কোথা থেকে পেলেন? আমি দেখলাম যে এক জায়গাতে আমি নাকি বলছি এসব। আমি জীবনেও বলিনি এমন কথা, এসব কারা বানায় ?” পাপনের মুখ থেকে এই জবাব শুনে হতবাক বাংলাদেশি মিডিয়া ও সমর্থকরা। সমাজ মাধ্যমে শুরু হয়ে গেল চর্চা।