PAK vs BAN Asia Cup 2025: "এদের কোনো যোগ্যতা নেই..." এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা !! 1

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫’এর (Asia Cup 2025) ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এই প্রথমবার ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখতে পাওয়া যাবে। সুপার ফোর পর্বে পাকিস্তান বনাম বাংলাদেশকে হারিয়ে ভারতীয় দল যোগ্যতা অর্জন করেছিল। এবার পালা ফাইনালের মঞ্চে দুই দলের লড়াই দেখার। তবে, আজকের ম্যাচের কথা বলতে গেলে, আজকের ম্যাচেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হয়েছিল বাংলাদেশকে। টস জেতেন বাংলাদেশি অধিনায়ক জাকের আলী। প্রথম থেকে পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন। শুরুর দিকে পাকিস্তান দুই ওভারেই দুটি উইকেট হারিয়ে ফেলে। এমনকি, ৪৯ রানে অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরেছিল।

১১ রানে ম্যাচ হারলো বাংলাদেশ

asia-cup-2025-pakistan-vs-bangladesh-match-report
PAK vs BAN | Image: Getty Images

পাকিস্তান দলের হয়ে সর্বাধিক ৩১ রানের ইনিংসটি খেলেন মোহাম্মদ হ্যারিস। শেষের দিকে ১৫ বলে ২৫ রান বানান মোহাম্মদ নাওয়াজ। ১৩ বলে ১৯ রান করেন শাহীন আফ্রিদি। ৯ বলে ১৪ রান বানিয়েছিলেন ফাইম আশরাফ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান বানায় পাকিস্তান। দুবাইয়ের পিছে এই রান বাংলাদেশের সামনে বৃহৎ হয়ে দাঁড়ায় আবার একবার দ্বিতীয় ব্যাটিং করার সিদ্ধান্ত বুমেরাং হিসেবে ফিরে এসেছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের হয়ে, এক নতুন ওপেনিং জুটি ব্যার্থ হয়েছে। ০ রানেই প্যাভিলিয়নে ফেরেন ইমন। ইনফর্ম সাইফ হাসান ১৮ রান বানান এবং হৃদয় ৫ রান বানিয়ে পাওয়ার প্লেতেই প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ারপ্লের মধ্যেই কেবলমাত্র ৩৬ রান বানিয়েছিল। বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক ৩০ রান বানিয়েছেন শামীম হোসেন। তাছাড়া শেষের দিকে কোনো ব্যাটসম্যান সেভাবে প্রদর্শন দেখাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে ১২৪ রান বানাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

বাংলাদেশের পারফরম্যান্স দেখে রীতিমতন সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে একভক্ত লিখেছেন, “বাংলাদেশ দল মানেই বিনোদন। তাদের এশিয়া কাপ জেতার কোনো যোগ্যতা নেই।” এক ভক্ত লিখেছেন, “তাহলে এবার ভারত ও পাকিস্তানের মধ্যে একটা জমজমাট খেলা হবে।” এক ভক্ত বাংলাদেশকে খোঁচা দিয়ে লিখেছেন, “আমরা জেতার জন্য খেলিনা আবার খেললেও জিতিনা।” আর এক ভক্ত লিখেছেন, “তোরা ক্রিকেট ছেড়ে দিয়ে বাড়ি চলে যা।” আর এক ভক্ত লিখেছেন, “বাংলাদেশের উচিত আরও বেশি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার।”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025: ব্যাটিং বিপর্যয়ে ডুবলো বাংলাদেশ, এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাক দ্বৈরথ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *