পাকিস্তান ও UAE’এর ম্যাচ শুরুর আগে পাকিস্তান মাঠে নামতে অস্বীকার জানিয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে ভারত ম্যাচ জেতার পর করমর্দন না করেই মাঠ থেকে উঠে গিয়েছিল। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ম্যাচের রেফারি অ্যান্ডি প্রাইক্রফটকে নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তাকে সরানোর জন্যও আইসিসির কাছে আর্জি জানিয়েছিল। তবে, আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই আর্জি অস্বীকার জানিয়ে দেয়। যে কারণে পাকিস্তান দল UAE’ এর বিরুদ্ধে প্রথমে মাঠে নামতে অস্বীকার জানিয়েছিল। তবে, পাকিস্তান পরে UAE’এর বিরুদ্ধেই আবার মাঠে নামে।
বয়কট করেও খেলতে নামলো পাকিস্তান

যদিও আইসিসি ম্যাচ রেফারির কোনো পরিবর্তন করেননি। পাইক্রফটই আজকের ম্যাচের রেফারি ছিলেন। আজ পাকিস্তান ও UAE’এর ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচের বিজেতা সরাসরি সুপার ফোর পর্বে উত্তীর্ণ হবে। এ গ্রুপ থেকে ইতিমধ্যে ভারতীয় দল সেই যোগ্যতা অর্জন করে নিয়েছে। প্ৰথম ম্যাচে UAE এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারত সেই যোগ্যতা অর্জন করে নিয়েছিল। এবার পালা এই দুই দলের মধ্যে থেকে দ্বিতীয় কোনো দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করে নেবে। পাকিস্তান দল এভাবে যে মাঠে নেমেছে তাতে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। ভক্তরা পাকিস্তানি দলকে বেশ ট্রোল করেছে।
এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “ওদের সমর্পণ করা স্বভাব।” এক ভক্ত লিখেছেন, “ক্রিকেট বোর্ড হোক বা বিশ্বে ওদের কেউ পাত্তা দেয় না।” আর এক ভক্ত লিখেছেন, “পাকিস্তানের নতুন বাপ এখন অ্যান্ডি প্রাইক্রফট।” আর এক ভক্ত লিখেছেন, “জয় শাহের পায়ের তলায় থাকতে হবে ওদের।” এক ভক্ত লিখেছেন, “পয়সার অভাবে ওরা ম্যাচ খেলতে বাধ্য হলো।” আর এক ভক্ত লিখেছেন, “ওদের লজ্জা নেই বলেই তাই মাঠে নেমেছে।”