"জল বইবার জন্য নিয়ে গিয়েছে..." পঞ্চম টেস্টে সুযোগ পেলেন না কুলদীপ যাদব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

Kuldeep Yadav: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নেমেছে টিম ইন্ডিয়া। ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দলের অসাধারণ প্রত্যাবর্তনের পর এবার পালা ওভালে কীর্তিমান রচনা করার। পঞ্চম টেস্টে আবার একবার টস হেরেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill)। চলতি সিরিজে ভারতীয় দল ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে। ওভাল টেস্টটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় দল চাইবে এখানে জয় সুনিশ্চিত করতে। চতুর্থ টেস্টেই ব্যাটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর বদলে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে স্কোয়াডে শামিল করেছিল ভারত। তবে পঞ্চম টেস্টে সুযোগ হয়নি তাঁর।

পন্থের বদলে পঞ্চম টেস্টে এন্ট্রি নিলেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। পঞ্চম টেস্টে উপলব্ধ ছিলেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। যে কারণে আবার প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) ফিরিয়ে এনেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এছাড়া, শেষ টেস্টে আরো দুটি পরিবর্তন এনেছে ভারত। দল থেকে বাদ পড়েছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং আনশুল কম্বোজ (Anshul Kamboj)। শার্দূলের বদলে দলে ফিরেছেন করুণ নায়ার (Karun Nair) এবং কম্বোজের বদলে দলে ফিরেছেন আকাশ দীপ।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

পঞ্চম টেস্টেও সুযোগ নেই কুলদীপ যাদবের

no-kuldeep-in-ind-vs-eng-3rd-test, ind vs eng, কুলদীপ যাদব
Kuldeep Yadav | Image: Getty Images

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মোটামুটি ভাবে সবাই সুযোগ পেলেও দলে সুযোগ পেলেন না কুলদীপ যাদব (Kuldeep Yadav)। প্রতিটি টেস্টেই তাকে বেঞ্চে বসে কাটিয়ে দিতে হয়েছে। প্রতিটি ম্যাচে কুলদীপকে দলে সুযোগ দেওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে, কুলদীপকে সুযোগ দিলো না ভারতীয় দল। কুলদীপ ছাড়াও অর্ষদীপ সিং ও অভিমন্যু ঈশ্বরণ পুরো টেস্ট সিরিজে সুযোগ পেলেন না। কুলদীপকে শেষ টেস্টে সুযোগ না দিতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

এক ভক্ত লিখেছেন, “কুলদীপ যাদবের সঙ্গে বারবার রাজনীতি করা হচ্ছে।” আর এক ভক্ত লিখেছেন, “কুলদীপ ও অর্ষদীপ ইংল্যান্ডে ছুটি কাটাতে এসেছে, ওদের নিয়ে দল একবারও ভাবলো না।” অন্য এক ভক্ত লিখেছেন, “দেখলে অবাক হই। কুলদীপ দলের সেরা স্পিনার হয়েও বাইরে বসে।” আর এক ভক্ত লিখেছেন, “গম্ভীর জামানায় বোধ হয় কুলদীপের টেস্ট দলে সুযোগ পাওয়া সম্ভব না।”

দেখেনিন টুইট

Read Also: ১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC’এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *