"এটাই ওদের নৈতিক জয়..." এশিয়া কাপ শেষ হতেই ট্রফি ও মেডেল নিয়ে পলাতক মহসিন নাকভি, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

খাতায়কলমে শেষ হয়ে গেল এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা জয় করলো টিম ইন্ডিয়া। ভারত ও পাকিস্তানের এই লড়াই ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে। তবে ফাইনাল শেষে যেমনটা প্রত্যাশিত ছিল ভারত-পাকিস্তান দ্বৈরথের পর আবেগ আর উত্তেজনা থাকবে, ঠিক তেমনই এবার তৈরি হলো এক নতুন বিতর্ক। খেলা শেষ হওয়ার পর থেকেই মাঠে নাটকীয় ঘটনা ঘটতে শুরু হয়।প্রসঙ্গত, ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবম বারের জন্য এশিয়া কাপ জিতে নিলো ভারত। ম্যাচ শেষে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য হাজির হন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। তার পরেই শুরু হয় নাটক।

শিরোপা নিয়ে পালিয়েছে নাকভি

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl,bcci, asia cup 2025, এশিয়া কাপ
Mohsin Naqvi | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট দল নাকভির হাত থেকে এশিয়া কাপের শিরোপা নিতে রাজি ছিলেন না। মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল নাকভিকে। ভারতীয় খেলোয়াড়দের ট্রফি ছাড়াই সেলিব্রেশন করতে দেখা গিয়েছে। এরপর অভিযোগ উঠেছে, ভারত ট্রফি নিতে অস্বীকার জানাতেই নাকভি এশিয়া কাপ ট্রফি ও বাঁকি মেডেল গুলো নিয়ে মঞ্চ থেকে নেমে যান ও হোটেলে ফিরে যান। নাকভির এই আচরণ মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সেক্রেটারি  দেবজিৎ সাইকিয়া স্পষ্ট বলেছেন, “এশিয়া কাপের ট্রফি ভারতকেই দেওয়া উচিত। এটা ভারতের প্রাপ্য। আমরা ICC-এর কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানাবো।

Read More: “দুর্ভাগ্যজনক, ট্রফি আর পদক নিয়ে গিয়েছে…” নকভির কাণ্ডে বিস্মিত বিসিসিআই, তোপ দাগলেন দেবজিৎ সইকিয়া !!

প্রসঙ্গত, ভারতীয় দলের এমন ভাবমূর্তি থাকার পিছনে মূল কারণ ছিল হ্যারিস  রউফের মতন অপরাধীকে সমর্থন করা। আসলে, ভারত ও পাকিস্তানের সুপার ফোর ম্যাচে রউফ ভারত বিদ্বেষী সেলিব্রেশন করছিল ভারতীয় ভক্তদের সামনেই। এমনকি তাঁকে ম্যাচ ফি-র ৩০% জরিমানা করা হয়, তখন সেই জরিমানাও নিজে দিতে চেয়েছিলেন নাকভি। তবে এটাই শুধু নয় ভারতকে নিয়ে নানান উষ্কানীমূলক কথা আগেও বলেছেন নাকভি। তাই ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করাটা আশ্চর্যের কিছু নয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে। অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- “ট্রফি চুরি করে কী লাভ? খেলায় হার মানতে না পারলেই এসব কাজ!” কেউ আবার মজা করে বলেছেন, “ট্রফি না দিয়ে পালিয়ে গেলেন নাকভি, এটাই মনে হয় ওদের নৈতিক জয়।” অন্যদিকে কিছু সমর্থক তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে লিখেছেন – “ভারতকে তো হারাতে পারবে না আর, এবার বোধহয় এভাবেই চুরির দিক থেকে জিতবে।”

দেখেনিন টুইট

Read Also: বিরাট কোহলি’র বিকল্প হতে ব্যর্থ শুভমান গিল, শূন্যস্থান পূরণ করছেন এই তরুণ তুর্কি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *