IPL 2025: আজ আইপিএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে একতরফা ভাবে রাজস্থানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করার পর হারের হ্যাট্রিক লাগিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে আজকের ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে মাঠে নেমেছে গুজরাট। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।
Read More: IPL 2025: ভাগ্য খুলছে মুস্তাফিজুর রহমানের, এই খেলোয়াড়কে রিপ্লেস করে আইপিএলে নিচ্ছেন এন্ট্রি !!
টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। অন্যদিকে গুজরাটের হয়ে প্রথম স্পেলে বোলিং করতে আসেন মোহম্মদ সিরাজ। বর্ডার গাভাস্কার ট্রফিতে সিরাজ বনাম ট্রেভিস হেডের বেশ গুরুত্বপূর্ণ লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। বর্ডার গাভাস্কার ট্রফিতে ট্রেভিস হেডকে আউট করার পর মোহম্মদ সিরাজ ও তাঁর মধ্যে বেশ বচসা তৈরি হয়েছিল। যদিও খেলা চলাকালীন সেই বচসা মিটিয়ে নিয়েছিলেন সিরাজ ও সিরাজ। এর আগে সিরাজ ও হেড বেশ কয়েকবার মুখোমুখি হয়েছিল। তবে দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে বার বারই।
হেডকে প্যাভিলিয়নে ফেরালেন সিরাজ

আজ আবার আইপিএলের মেগা মঞ্চে মুখোমুখি হয়েছিলেন সিরাজ এবং হেড। সিরাজের প্রথম বলেই ভাগ্যশালী ছিলেন হেড এবং উইকেটের পিছনে চার মারেন, এরপর সিরাজ দ্বিতীয় বলটি ইয়র্কার মারেন হেডকে। তৃতীয় বল অফ স্টাম্পের বাইরে করেন এবং তাতে চার মারেন তিনি। ওভারের পঞ্চম বলে মিডল-লেগে বল করে হেডকে শান্ত রাখেন সিরাজ এবং শেষ বলেই আবার মিডল লেগে বল করেন এবং হেড বলটি হালকা ফ্লিক করেন যেটি শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের কাছে চলে যায়। ৫ বলে মাত্র ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেড। হেড আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।