IPL 2025: দুরন্ত এক ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। আইপিএল ২০২৫’এর মেগা মঞ্চে তৃতীয় জয় ছিনিয়ে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে আবার একবার সানরাইজার্স হায়দ্রাবাদকে নাস্তানাবুদ করলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই দলের অধিনায়ক হার্দিক, প্রথমে ব্যাটিং করতে এসে সূচনাটা বেশ ভালোই করেছিলেন ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। ওপেনিং জুটিতে ৫৯ রান বানায় দুজনে। তবে, ৪৫ বলে এসেছিল এই পার্টনারশিপ। অভিষেক ও হেডের মধ্যে এটি ছিল সবথেকে বেশি বল খেলে অর্ধশতরান বানানোর।
অভিষেক শর্মা ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন এবং ট্রেভিস হেড ২৯ বলে ২৮ রান বানান। তিনে ব্যাটিং করতে এসে ঈশান কিষান (Ishan Kishan) ৩ বলে ২ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। দলের হয়ে ব্যার্থ হন নীতিশ রেড্ডিও। ২১ বলে মাত্র ১৯ রান বানাতেই সক্ষম হন রেড্ডি। শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ২৮ বলে ৩৭, অনিকেত ভার্মার ৮ বলে ১৮ ও ক্যাপ্টেন কামিন্সের ৮ রানে সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান বানাতে সক্ষম হয়।
৪ উইকেটে ম্যাচ জিতলো মুম্বই

রান তাড়া করতে এসে, রোহিত শর্মা (Rohit Sharma) ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রান বানান। ওপেনার ব্যাটসম্যান রিয়ান রিকেলটন ২৩ বলে ৫ চারের মাধ্যমে ৩১ রান বানান। পাশাপশি, দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৩টি চার এবং ২টি ছক্কায় ৩৬ রান বানান উইল জ্যাকস। পাশাপশি, সূর্যকুমার যাদব ১৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন এবং ক্যাপ্টেন পান্ডিয়া ৯ বলে ২১ ও তিলক ভার্মার ১৭ বলে ২১ রানের ইনিংসে ১১ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় মুম্বাই পল্টন।