IPL 2025: ওয়ানখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আজ মুম্বাই দলে এন্ট্রি হয়েছে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah)। এমনকি গত ম্যাচে চোটের কারণে বাইরে থাকা রোহিত শর্মাও (Rohit Sharma) আজকের ম্যাচে দলে ঢুকেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ওভারে বোলিং করতে এসে দুরন্ত সূচনা দেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। ফিলিপ সল্ট (Philip Salt) ইনিংসের প্রথম বলেই চার মেরে আগ্রাসী সূচনা করেন তিনি, তবে দ্বিতীয় বলেই ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সল্ট। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন দেবদত্ত পদ্দিকাল এবং বিরাট কোহলি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছিল দুজনকেই পাওয়ার প্লের ভিতরেই ৭৩ রান বানিয়ে দিয়েছিলেন দুজনেই।
Read More: IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !!
মুম্বইয়ের সামনে বড় লক্ষমাত্রা রাখলো ব্যাঙ্গালুরু

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুরন্ত একটি ক্যামিও খেলেন দেবদত্ত। ২২ বলে দুটি চার এবং ৩টি ছক্কায় ৩৭ রান বানিয়েছেন তিনি। প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) আজ প্রথম থেকেই মারমূখী ভূমিকা গ্রহণ করেছিলেন। ব্যাট হাতে ৪২ বলে ৮টি চার এবং ২টি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন। জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় বলেই মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে রাজকীয় ছন্দ দেখান। কোহলিকে আউট করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কোহলি আউট হতে ব্যাটিং করতে এসে লিয়াম লিভিংস্টোনকে দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন হার্দিক। ব্যাঙ্গালুরুর হয়ে ক্যাপ্টেনস নক খেলেন রজত পতিদার (Rajat Patidar)। ৩২ বলে ৫টি চার এবং ৪ টি ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন এবং জিটেশ শর্মার ব্যাট থেকে ১৯ বলে ২টি চার ও ৪টি ছক্কা এসেছিল, যার দৌলতে তিনি ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স দল নির্ধারিত ২০ ওভারে ২২১ রান বানাতে সক্ষম হয়েছিল। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট (Trent Boult) এবং হার্দিক পান্ডিয়া, এক উইকেট নেন ভিগনেশ পুথুর। RCB-এর ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।