IPL 2025: জমে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল ২০২৫-এর ১২ তম ম্যাচ। আজকের রুদ্ধশ্বাস ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স পরাজিত হয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এরপর গুজরাতের বিরুদ্ধে আবার পরাস্ত হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে মুম্বাই পল্টন।
Read More: IPL 2025: বিসিসিআই-এর কারণেই সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স, বুমরাহকে খুইয়ে শক্তি কমেছে ফ্র্যাঞ্চাইজির !!
কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুতে ব্যাটিং করতে এসে দ্রুত উইকেট হারিয়ে ফেলেন তারকা খেলোয়াড় সুনীল নারিন। ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে এই ধরে ৫ বার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন নারিন। দীপক চাহারের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন KKR দলের আর এক ওপেনার কুইন্টন ডি কক। দ্রুত দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কলকাতা। কঠিন পরিস্থিতিতে ক্যাপ্টেন রাহানে এবং তরুণ অঙ্গকৃষ রঘুবংশীর মধ্যে ১২ বলে ২৩ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ক্যাপ্টেন পান্ডিয়া মুম্বইয়ের জার্সিতে অভিষেক করা অশ্বিনি কুমারকে বোলিং নিয়ে আসেন এবং তিনি প্রথম বলেই রাহানেকে প্যাভিলিয়নে ফেরান। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক ২৬ রানের ইনিংসটি এসেছে রঘুবংশীর ব্যাট থেকেই।
১১৬ রানে শেষ হয়েছে নাইট রাইডার্সের ব্যাটিং

নাইট রাইডার্স দলের বাঁকি ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে হয়েছেন ব্যার্থ। পাওয়ার প্লের ভিতরে চার উইকেট হারিয়ে ফেলেছিল দল। এমনকি ৪৫ রানের মাথায় অর্ধেক নাইট রাইডার্স দল প্যাভিলিয়নে ফিরে যায়। দলের হাল দেখে প্রথম ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার মনিশ পান্ডেকে নিয়ে আসে। ১৪ বলে ১৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন মনিশ, এমনকি রিংকুর ব্যাট ১৭ রানেই থমকে দাঁড়ায়। শেষের দিকে ১২ বলে ২২ রান বানিয়ে ১১৬ রানে পৌঁছে দেয় দলকে। মুম্বইয়ের হয়ে অভিষেক করা অশ্বিনি কুমার ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন, ২ উইকেট পেয়েছেন দীপক চাহার। তাছাড়া দলের হয়ে একটি করে উইকেট পেয়েছেন বোল্ট, হার্দিক, পুতুর ও স্যান্টনার। নাইট রাইডার্সের জঘন্য ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
If they get a good start in the powerplay, they should cruise to victory. But KKR’s bowlers, especially Narine and Starc, could make things tricky if they strike early
— Masha26 (@MashaSk26) March 31, 2025
the bowlers have set the game up beautifully for MI, and this could finally be the night they notch their first win of the season. The new ball did offer some movement, something KKR will be eager to exploit early on. They have already used their Impact Player in Manish Pandey,…
— Abanish Sinha (@abanish_Bihar) March 31, 2025
What a Bowling by MI team !!!
Start from Boult & Chahar & then Ashwani kumar demolished the KKR team.
— Rohit Baliyan (@rohit_balyan) March 31, 2025
Mumbai Indians need 117 runs to beat KKR at Wankhede. 🏏💥 Can they chase it down?
— The India Info (@theindiainfocom) March 31, 2025
ASHWANI KUMAR WILL GET HIS 5TH WICKET IN DEBUT MATCH AGAINST KKR .
— DEVENDRA YADAV (@Dkyadav_1) March 31, 2025
I have seen bunnies but KKR is next Level Bunny of MI. Even in their worst form, MI beat KK so easily
— Waqar Ahmed Afridi (@RealWaqarAfridi) March 31, 2025