IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আরও একটা লজ্জাজনক হারের সম্মুখীন হলো মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্লে অফে জায়গা করে নিতে পারেনি ৫ বারের চ্যাম্পিয়নরা। চলতি আইপিএলেও ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে হারের সম্মুখীন হলো হার্দিকের দল। আজ লখনউ প্রথম ইনিংসে ব্যাটিং করে ২০৪ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৫ উইকেট সংগ্রহ করে ইতিহাস তৈরি করেন।
এরপর দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে দুরন্ত অর্ধশতরান রান করেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যাট হাতে হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। এর ফলে ১৬ রানের হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অলরাউন্ডার। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সূর্যকুমার যাদবের ইনিংসের প্রসংশা করে লিখেছেন,“আমার শুধু সূর্যকুমার যাদবের জন্য কষ্ট হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংকে তিনি যতটা এগিয়ে নিয়ে গেছেন আর কেউ পারবে না।” আবার অনেকে মজা করে লিখেছেন,“আজকের ম্যাচের পর দুজন সবচেয়ে খুশি মানুষ হলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং রোহিত শর্মা।”
১২ রানে ম্যাচ জিতলো লখনৌ

উল্লেখ্য আজ মুম্বাই একাদশে ছিলেন না রোহিত। ফলে অনেকেই মিম বানিয়ে ভারতীয় অধিনায়কের মুখে কথা বসিয়ে লিখেছেন “সেই যদি হেরেই যাবি আমায় দলে নিলি না কেন?” আবার এক ক্রিকেট ভক্ত হার্দিক পান্ডিয়ার প্রশংসা করে লিখেছেন, “আজ তোমার দিন ছিল না চ্যাম্পিয়ন। তুমি যা করতে পারো তাই করেছো, ১০০ শতাংশ দিয়েছ। এটাই গুরুত্বপূর্ণ।” তবে ট্রাইক নিজের কাছে রেখে আজ ম্যাচ জেতাতে পারেননি হার্দিক। এই বিষয়ে একটি মিম বানিয়ে হার্দিকের মুখে কথা বসিয়ে একজন লিখেছেন, “স্টাইক নিজের কাছে রেখে দলকে কীভাবে হারাতে হয় তা ধোনি ভাইয়ের কাছ থেকে শিখেছি।”এইরকম পরিস্থিতিতে রোহিত শর্মার দলের জন্য অবদান উল্লেখ করছেন ভক্তরা। একজন লিখেছেন, “এক দশক ধরে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলতা এনে দিয়ে নিজেকে প্রমাণ করেছেন।”