“খায়া পিয়া কুছ নেহি, গ্লাস তোড়া চাল্লিস লাখ কা…” আইপিএল থেকে ছিটকে যেতেই সমাজ মাধ্যমে ট্রোল মায়াঙ্ক যাদব !! 1

IPL 2025: ফের চোটের কবলে পড়লেন লখনৌ সুপার জায়ান্টস দলের তারকা ক্রিকেটার মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার দ্বিতীয় শোয়েব আখতার হতে চেয়ে বারবার চোটের মুখে পড়ছেন। ঘন্টায় ১৫০ কিমি বেগে বোলিং করতে অভ‍্যস্ত মায়াঙ্ক, আর তার এই গতি তার কাল হয়ে দাঁড়ালো। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার চলতি আইপিএলে দলে প্রথম থেকে উপলব্ধ ছিলেন না। চোটের কারণে দীর্ঘ ৬ মাস ক্রিকেট থেকে দূরেই ছিলেন তিনি। এরপর ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছিলেন তিনি।

পাশাপাশি, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স এবং স্পোর্টস সায়েন্স টিমের কাছে অন্তত ছ’মাসের পুনর্বাসনের পর খেলার ছাড়পত্র পান তিনি। তবে, মাত্র দুটি ম্যাচ খেলার পরেই আবার পিঠে চোট পেয়েছেন তারকা এই পেসার। জানা গিয়েছে, লখনৌ’এর এই তারকা পেসার চোট পাওয়ার কারণে টুর্নামেন্টের বাঁকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ডের তরুণ পেসার উইলিয়াম ও’ রউর্কে লখনউ সুপারজায়ান্টস দলে যোগ দেবেন। গত বছর আইপিএলে অভিষেক করে চমকে দিয়েছিলেন সবাইকে। গতির ধারা দেখিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে, বাংলাদেশ সিরিজের সময় চোট পাওয়ার পর যেন ধার হারিয়ে ফেলেছেন এই গতিদানব।

Read More: IPL 2025: জলে গিয়েছে বিপুল অর্থ, এই তারকা’কে দলে নিয়ে শুধুই আফসোস জুটেছে সঞ্জীব গোয়েঙ্কার ভাগ্যে !!

চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক

Lsg, ipl 2025
Mayank Yadav | Image: Getty Images

গত ১৩ মাসে মাত্র ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। চলতি আইপিএলেও তাঁর কামব্যাকটা মনের মতন হলো না। এবারের আইপিএলে তিনি মোট ৮ ওভার বোলিং করেছেন, দুটি উইকেট তুললেও রান খরচ করেছেন ১০০। তাকে একেবারেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না। লখনৌ দল এবার তাকে ১১ কোটি টাকায় রিটেন করেছিল, তবে চোটের কারণেই তাকে আবার মাঠের বাইরে থাকতে হবে। এই মৌসুমে লখনৌ দলের বোলিং বিভাগ ছিল খুবই সাধারণ এবং মায়াঙ্ক ও মহসীনদের মতন বোলারদের সুবিধাও তারা সেভাবে পায়নি। তবে মায়াঙ্ক যাদবের বারবার এই চোটে পরা নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন উইল জ্যাকস, বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিলো মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *