আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং পাঞ্জাব কিংস (LSG vs PBKS)। আজ প্রথমবারের জন্য লখনউ তাদের ঘরের মাঠে খেলতে নেমেছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং ঘরের দল লখনৌ দলকে প্রথমে ব্যাটিং করার আহবান জানান। উভয় দল এই মৌসুমে একটি করে ম্যাচ জয়লাভ করেছিল দুজনের কাছে এই রয়েছে দুইটি করে পয়েন্ট আজ গুরুত্বপূর্ণ ম্যাচে উভয় দল জয় সুনিশ্চিত করতে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে। প্রথমত টস হেরে ব্যাটিং করতে এসে প্রথম ওভারেই ইনফর্ম ব্যাটসম্যান মিচেল মার্স (Mitchell Marsh) ফিরতে হয়েছে। তিনি তার খেলা প্রথম বলেই খাতা না খুলে প্যাভেলিয়ানে ফেরেন।
১৭১ রানে শেষ হয়েছে লখনৌয়ের ব্যাটিং

পাওয়ার প্লের ভিতরে তিন উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। মার্স আউট হওয়ার পর ম্যাক্সওয়েলের প্রথম ওভারেই পন্থ নিজের উইকেট হারিয়ে ফেলেন। ৫ বলে ২ রান বানিয়ে আউট হয়ে যান ঋষভ। শুধু তাই নয়, আজকের ম্যাচে ছন্দ দেখানো এইডেন মার্করাম ১৮ বলে ২৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লেতে ৩৯ রান বানাতে সক্ষম হয়েছিল পাঞ্জাব। দলের হয়ে নিকোলাস পুরান (Nicholas Pooran) সর্বাধিক ৪৪ রানের ইনিংসটি খেলেন। তাছাড়া মার্করাম ২৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান।
তরুণ আয়ুশ বাদনীর ব্যাট থেকে ৩৩ বলে ৪১ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল এবং শেষের দিকে ডেভিড মিলারের ১৯ ও আব্দুল সমাদের ২৭ রানের ইনিংসে লখনৌ দল পাঞ্জাব দলের বিরুদ্ধে ১৭২ রানের লক্ষমাত্রা রেখেছে। পাঞ্জাবের পক্ষ থেকে সর্বাধিক তিনটি উইকেট নিয়েছেন অর্ষদীপ সিং। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জেনেসেন এবং জুজুবেন্দ্র চাহাল। লখনৌয়ের এই ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে চর্চা শুরু।
দেখেনিন টুইট
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 1, 2025
Akele me belt treatment dedo is bhainse ko
Ek ek Paisa vasool krdo Goenka ji pic.twitter.com/Z5oB9a4i7P— Sam (@SI41fan) April 1, 2025
Waiting for him to come In dug out and do acting
He has been doing it for the last 3 matches.
He was lucky the team won the last time— LawyerLegBye (LL.B) (@lonewolf_life_) April 1, 2025
Koi nhi bro iss baar support kar denge.
— Satyam (@Satyam_1845) April 1, 2025
— Pawan Patidar (@ImPawan___) April 1, 2025
— IM CricTalk (@ImCrictalk) April 1, 2025