"পয়সার শ্রাদ্ধ করে ছেড়েছে..." দিল্লির সামনে ১৫৯ রানে শেষ হলো লখনৌয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IPL 2025: লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টস দলের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য মুখোমুখি হয়েছে দুই দল। দুই দলের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের প্রথম লড়াইয়ে বাজি মেরেছিল দিল্লি ক্যাপিটালস (DC)। রুদ্ধশ্বাস লড়াইয়ে লখনৌকে ১ উইকেট পরাস্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। আশুতোষ শর্মার (Ashutosh Sharma) রুদ্ধশ্বাস ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয়েছিল লখনউ দলের জয়ের ইচ্ছা। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)।

টস হেরে ওপেনিং করতে আসেন লখনৌ দলের দুই ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) এবং মিচেল মার্স (Mitchell Marsh) । দুজনের মধ্যে এই ইনিংসে বেশ অংশীদারিত্ব দেখা গিয়েছে। যা আজকের ম্যাচেও বহাল থাকলো, লখনৌয়ের দুই ওপেনারের মধ্যে ৮৭ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্যাট হাতে এই মৌসুমে আবার একটি অর্ধ-শতরানের ইনিংস খেললেন মার্করাম। ৩৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন মার্করাম। পাশাপশি, মার্সের ব্যাট থেকে ৩৬ বলে এসেছিল ৩টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ৪৫ রান।

Read More: IPL 2025: নাইটদের ব্যর্থতায় রুষ্ট শাহরুখ খান, কঠিন পদক্ষেপ নিয়েছেন বলিউড বাদশাহ !!

দিল্লির সামনে ১৬০ রানের লক্ষমাত্রা রাখলো লখনৌ

Ipl 2025
Mitchell Marsh and Aiden Markram | Image: Getty Images

দুই ওপেনার ব্যাতিত দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন। ব্যাট হাতে তিনে নিকোলাস পুরান (Nicholas Pooran) আবার একবার মিচেল স্টার্কের (Mitchell Starc) শিকার হন। পুরান মাত্র ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। চারে ব্যাটিং করতে আসেন আব্দুল সামাদ (Abdul Samad)। ৮ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন সামাদ। শেষের দিকে ডেভিড মিলারের (David Miller) ১৫ বলে ১৪ এবং আয়ুশ বাদনীর ২১ বলে ৬টি চারে ৩৬ রানের ইনিংসে লখনৌ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান বানাতে সক্ষম হয়েছিল। এমনকি, শেষ ওভারে ব্যাটিংয়ে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant) যিনি ২ বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। দিল্লির হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মুকেশ কুমার এবং ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও দুসমন্ত চামিরা। লখনৌয়ের এই ব্যাটিং প্রদর্শনীর পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: মার্শ-মার্করাম ঝড় সামলে দুরন্ত প্রত্যাবর্তন দিল্লী’র, স্কোরবোর্ডে ১৫৯ তুলে থামতে হলো লক্ষ্ণৌ’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *