“সাবধানে থেকো বস…” লখনৌ দলের অধিনায়কত্ব পেতেই ঋষভ পন্থকে নিয়ে সমাজ মাধ্যমে শুরু চর্চা !! 1

লখনউ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হিসাবে নির্বাচিত হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সোমবার দুপুরে কলকাতার RPG হাউজে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলো ঋষভ পন্থের নাম। দুপুর ২.৩০’এর সময় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল তবে নির্দিষ্ট সময়ে সম্মেলন শুরু হয়নি। যদিও ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান এখন কলকাতাতে রয়েছেন যে কারণে তিনি সঞ্জীব গোয়েঙ্কার অফিসে আগেই পৌঁছে যান। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার ঘনিষ্ট মহলের দাবি পন্থের হাতে তুলে দেওয়া হচ্ছে লখনৌ দলের অধিনায়কত্ব।

দলে পন্থ ছাড়াও অধিনায়কত্বের বিকপ্প হিসাবে নিকোলাস পুরান (Nicholas Pooran), এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্স (Mitchell Marsh) রয়েছেন। আন্তর্জাতিক স্তরে এনারা তাঁদের দলকে নেতৃত্বও দিয়ে থাকেন। অধিনায়কত্ব নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ (Rishabh Pant) সেরা অধিনায়ক হবে। এবারের আইপিএলের মঞ্চে রেকর্ড অঙ্ক ২৭ কোটি টাকায় তাঁকে দলে শামিল করেছিল লখনউ সুপার জায়ান্টস (LSG)।‌ তখনই বোঝা গিয়েছিল, ভারতের এই তারকা উইকেটকিপার ব্যাটারকেই অধিনায়ক করতে চলেছেন গোয়েঙ্কা।

লখনৌ দলের নতুন ক্যাপ্টেন হলেন পন্থ

Rishabh Pant
Rishabh Pant | Image: Getty Images

২০২১, ২০২২ এবং ২০২৪ আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তাঁর নেতৃত্বে দিল্লি একবার প্লে অফে পৌঁছিয়েছিল। অন্যদিকে, পন্থ মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার হয়ে ওঠেন পন্থ। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের নামে, যদিও সেই রেকর্ড প্রথমে ভেঙেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ২৬.৭৫ কোটিতে পাঞ্জাবে শামিল হন তিনি। প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টসের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হলেন ঋষভ। এর আগে এই দায়িত্ব পালন করেছিলেন কেএল রাহুল (KL Rahul), নিকোলাস পুরান (Nicholas Pooran) এবং ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। ২০২২ এবং ২০২৩ সালে প্লে অফে পৌঁছেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। তবে, গত মৌসুমে ক্যাপ্টেন রাহুলের সঙ্গে গোয়েঙ্কার মাঠের মধ্যেই বচসা তৈরি হয়েছিল, যার ফলে রাহুল আর লখনৌয়ের অঙ্গ হতে চাননি। অন্যদিকে পন্থ (Rishabh Pant) লখনৌয়ের অধিনায়ক হতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Rishabh Pant: জল্পনাতেই পড়লো সিলমোহর, ঋষভ পন্থকেই অধিনায়ক বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *