পরিসমাপ্তি ঘটেছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (MI vs RCB) দলের আইপিএল ২০২৫ (IPL 2025) এর ২০ নম্বর ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুম্বইকে ১২ রানে পরাস্ত করলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজকের ম্যাচের সারাংশের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স দল ২২২ রানের বড় টার্গেট রাখে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সামনে। RCB- দলের হয়ে শুরুতেই অসাধারণ ব্যাটিং করেন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলি ৬৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন, সাথে দেবদত্ত পাড়িকালের ব্যাট থেকে এসেছিল ৩৭ রানের ঝকঝকে ইনিংস। ক্যাপ্টেন পতিদার ৩২ বলে ৬৪ রান এবং জিতেশ শর্মা ১৯ বলে ৪০ রানের ইনিংস খেলে পুরো ম্যাচের রূপরেখা বদলে দেন।
বড় রান তাড়া করতে এসে মুম্বাই দলের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) এবং রিকেলটন যথাক্রমে ১৭ রান করে বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মুম্বাই পল্টনের হয়ে সর্বাধিক ৫৬ রানের ইনিংসটি এসেছিল তিলক ভার্মার ব্যাট থেকে। তাছাড়া ১৫ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রচেষ্টা চালিয়ে গেলেও মুম্বাই এই জয় পেতে ব্যার্থ হয়। আজকের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ বোলিং প্রদর্শন দেখালেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)।
রুদ্ধশ্বাস বোলিং করলেন ক্রুনাল পান্ডিয়া

বল হাতে চার জনকে প্যাভিলিয়নে ফেরান ক্রুনাল। ক্রুনাল তার স্পেলের দ্বিতীয় ওভারে উইল জ্যাকসকে প্যাভিলিয়নে ফেরান। তৃতীয় ওভারে ক্রুনালের ওভারে ১৯ রান সংগ্রহ করেছিলেন হার্দিক এবং তিলক। শেষ ওভারে আবার বল হাতে ক্রুনাল পান্ডিয়াকে দেখা গিয়েছিল। ম্যাচ জিততে মুম্বইয়ের প্রয়োজন ছিল ১৯ রানের, প্রথম বলেই লং অফের উপর দিয়ে মারতে গিয়ে সীমানার ধারে উইকেট হারিয়ে ফেলেন মিচেল স্যান্টনার। পরের বলেই দীপক চাহারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। ওভারের পঞ্চম বলে নমন ধীরকে আউট করে ক্রুনাল আজকের ম্যাচে তাঁর চতুর্থ উইকেট সংগ্রহ করে নেন। চার ওভারের স্পেলে ক্রুনাল ৪৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এবং সমাজ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে ওঠেন।