‘অবসর নিয়ে নাও…’ দলীপ ট্রফির মঞ্চে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে সমালোচনার মুখে পড়লেন KL রাহুল !! 1

KL Rahul: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতীয় খেলোয়াড়দের লাল বলের ফরম্যাটে প্রস্তুতির জন্য বিসিসিআই দলীপ ট্রফির আয়োজন করেছে। ভারতীয় দলের চারজন তরুণ প্রতিভার ওপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে বিসিসিআই। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত ‘এ’ মুখোমুখি হয়েছে অভিমন্যু ঈশ্বরনের ভারত ‘বি’ দলের। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল। ভারত ‘বি’ দল প্রথমে ব্যাটিং করতে এসে ৯৪ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে ফেলেছিল।

তবে দলের হয়ে দুর্দান্ত কামব্যাক করিয়েছেন মুম্বাইয়ের মুশির খান (Musheer Khan)। ৩৭৩ বলে ১৫ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকিয়ে ১৮১ রানের বিধ্বংসি ইনিংস খেলেছিলেন তিনি। তাকে সঙ্গ দিয়েছিলেন নাভদীপ সাইনি। তিনি ১৪৪ বলে ৮টি চার এবং একটি ছক্কার বিনিময়ের ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে ভারত ‘বি’ দল ১০ উইকেট হারিয়ে ৩২১ রান বানাতে সক্ষম হয়েছিল।

৩৭ রানে উইকেট হারালেন রাহুল

Kl rahul
KL Rahul | Image: Twitter

জবাবের ব্যাটিং করতে এসে প্রথম দিন শেষে দুর্দান্ত প্রদর্শন দেখান ভারত ‘এ’ দলের অধিনায়ক শুভমান গিল ও ওপেনার আগারওয়াল। তাদের মধ্যে ৫৭ রানের একটি পার্টনারশিপও গড়ে উঠেছিল, তবে এর পরে নয় বলের ব্যবধান ২ উইকেট হারিয়ে ফেলে ভারত ‘এ’ দল। গতকাল দুই ওপেনার ব্যাটসম্যান প্যাভেলিয়ানে ফেরেন। অন্যদিকে দিন শুরু হতেই কেএল রাহুল (KL Rahul) এবং রিয়ান পরাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠতে শুরু হয়। যদিও সকালেই যশ দয়ালের বলে উইকেট রক্ষক পন্থের হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন রিয়ান পরাগ। এরপর তিন ওভার বাদে ওয়াশিংটন সুন্দরের বলে হাঁটু গেড়ে ল্যাপ শট খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন কেএল রাহুল (KL Rahul)। ১১১ টি বল খেলে চারটি স্বাদের বিনিময় কেবলমাত্র ৩৭ রান এসেছে রাহুলের ব্যাট থেকে। তার এই ইনিংসের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: KL Rahul: লক্ষ্ণৌ’র নেতৃত্ব হারাচ্ছেন KL রাহুল, ‘রিটেনশন’ প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *