"করেছে লড়েছে হেরেছে..." গুজরাতের বিরুদ্ধে ৩৯ রানে হার KKR'এর, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর (IPL 2025) ৩৯তম ম্যাচে, গুজরাট টাইটান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ৩৯ রানে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষে বজায় থাকলো। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজকের খেলায় KKR দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে গুজরাত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান বানাতে সক্ষম হয়। জবাবে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১৫৯ রান করতে সক্ষম হয়েছে। এই মরশুমে এটি কলকাতা নাইট রাইডার্সের ৫ম পরাজয়।

১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, কলকাতা নাইট রাইডার্সের সূচনাটা আবার ছিল খুবই খারাপ। কুইন্টন ডি ককের বদলে আজ রহমানুল্লা গুরবাজ দলে সুযোগ পেয়েও আহামরি কিছু করতে ব্যর্থ হয়েছেন। যে পিচে সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল (Shubman Gill) দের ব্যাট থেকে চার-ছয়ের বৃষ্টি দেখা গিয়েছে সেখানে নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা লক্ষ করা গিয়েছে। গুরবাজ আউট হওয়ার পর, সুনীল নারিনের সাথে তিন নম্বরে ব্যাট করতে আসা অধিনায়ক রাহানে ইনিংসের দায়িত্ব নেন। দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন। সুনীল নারিন ১৭ রানে আউট হওয়ার পর, কলকাতা নাইট রাইডার্স দ্রুত উইকেট হারাতে থাকে।

Read More: IPL 2025: “দলের জন্য বোঝা…” গুজরাতের বিরুদ্ধে চূড়ান্ত ভাবে ব্যার্থ ভেঙ্কটেশ আইয়ার, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

৩৯ রানে ব্যার্থ কলকাতা নাইট রাইডার্স

Ipl 2025
KKR vs GT | Image: Getty Images

এক প্রান্ত থেকে অধিনায়ক অজিঙ্কা রাহানে আক্রমণাত্মক শট খেলতে গেলেও বাঁকি ব্যাটসম্যানরা রিতিমতন ব্যার্থ হয়েছেন। ভেঙ্কটেশ আইয়ার ১৭ বলে ১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন, এরপর রাহানে ৩৬ বলে ৫০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরনে। ৯১ রানে ৪ উইকেট হারানোর পর রিঙ্কু সিং (Rinku Singh) ও অন্দ্রে রাসেলের (Andre Russell) মধ্যে ২০ বলে ২৭ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে নাইট দল। রাসেল ১৫ বলে ২১, রমনদীপ ২ বলে ১, মঈন আলী ২ বলে ০, রিঙ্কু সিং ১৪ বলে ১৭ এবং অঙ্গকৃষ রঘুবংশীর ২৭ রানের ইনিংস কলকাতাকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রানে পৌঁছে দেয়। ৩৯ রানে ম্যাচ হারলো কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আবার একবার পরাজয়ের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: বিরাটের সেলিব্রেশনে ‘বিরক্ত’ শ্রেয়স, মাঠের মধ্যেই তুমুল বচসা দুই তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *