KKR: আজকের মেগা আইপিএল নিলামে দেখা গেল একেরপর এক খেলোয়াড়দের নিয়ে লড়াই। কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি গত মৌসুমের মতন এই মৌসুমে নতুন এক খেলপবার উপর টাকার বৃষ্টি করেছে। গত মৌসুমে আইপিএলের সবথেকে ধনী ক্রিকেটার হয়ে উঠেছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। তাকে কিনতে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছিল। গত মৌসুমে প্রথম দিকে একেবারে ছন্দে দেখা যায়নি স্টার্ককে, তবে স্টার্ক প্লে-অফের দুই ম্যাচে তার দামের মূল্য চুকিয়েছিলেন। তবে এবারের আইপিএল নিলামে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট প্রথম দিনে ছয়জন খেলোয়াড়কে দলে জায়গা দিয়েছে।
গতকাল নাইট রাইডার্স প্রথমেই দলে শামিল করেছিল ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় তাকে দলে শামিল করেছিল। তবে তাকে কেনার পরেই সমাজ মাধ্যমে বেশ ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। ভক্তরা দলে ক্যাপ্টেন হিসাবে শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুলকে দলে দেখতে চেয়েছিল। তবে কলকাতা ফ্রাঞ্চাইজির ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ছিল ভিন্ন।
সমাজ মাধ্যমে ট্রোলের মুখে পড়লো KKR টিম ম্যানেজমেন্ট
তারা শ্রেয়সের জন্য ৯.৭৫ কোটি টাকা পর্যন্ত উঠেছিল এবং কেএল রাহুলের জন্য ১১.৭৫ কোটি টাকা খরচ করত রাজি ছিল। তবে নিলামের মঞ্চ থেকে কোনো ভালো ক্যাপ্টেনকে না কিনতে পারায় বেশ চর্চার মুখোমুখি হতে হয়েছিল নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিকে। গতকাল নাইট রাইডার্স (KKR) ফ্রাঞ্চাইজি ৬.৫০ কোটি টাকায় তাদের দলে শামিল করেছে একরিখ নোকিয়াকে, ৩.৬০ কোটি টাকায় কুইন্টন ডি কক, ২ কোটি টাকায় রাহমানুল্লা গুরবাজ, ১.৮০ কোটিতে বৈভব অরোরা এবং ৩০ লক্ষ টাকায় মায়ঙ্ক মারকান্ডেকে কিনেছে।
দেখেনিন টুইট
They have the best retentions, don't bark like jokers.
— KRiSHaNu778Sarkar (@KRISHAN53245725) November 24, 2024
It's like making fool of themselves by letting go shreyas and now bidding as if venky Iyer is another Kapil dev like all rounder it's a bad bet
— Ravi R (@RaviR43013963) November 24, 2024
Laga hoga 10-12 me mil jaega auction me ye ni pata tha ki RCB naanga naach karva degi😂😂
— furri (@Furri_01) November 24, 2024
Because Russell, Narine, Rinku all should gone above 20cr
— Surajit Patra 🇮🇳 (@isurajitpatra) November 24, 2024
Due to the bidding process.. every team knows that KKR will go for Venkatesh so they keep on bidding just to empty KKR's 👜
— Cricket Maniac (@Tango2100) November 24, 2024
KKR could have retained 10 players if they were allowed. And all of them would have been 10cr+ if they came to auction. And no one knew that he would go for such a High price. First understand the auction then talk.
— Pakhi (@baabi_98) November 25, 2024
In whose place. Varun Rinku could have gone Higher to get back
— Seb🖤 (@difficult_much) November 24, 2024
Everyone wants the KKR players. Varun, Rinku would've gone for me. Same Rana and Ramandeep.
— anu. (@unelementary_) November 24, 2024