IPL 2025: আইপিএল ২০২৫ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস (SRH vs RR)। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটি বেশ জমে উঠেছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আজ ডবল হেডারের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। চোটের কারণে আইপিএলের প্রথম তিনটি ম্যাচে ফিল্ডিং করতে দেখা যাবে না সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। যদিও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটিংয়ে নামবেন তিনি। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে এসে সূচনাটা একেবারেই ভালো হয়নি রাজস্থানের।
অন্যদিকে, হায়দ্রাবাদ দল গত মৌসুম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা নতুন সিজিনেও বজায় রেখেছে। শুরু থেকেই অভিষেক শর্মার গর্জে উঠেছিল। প্রথম ওভারে দুটি চার হাঁকিয়ে অসাধারণ শুরু করেন অভিষেক। রানের গতি দেখে দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমন নিয়ে আসে রাজস্থান দলের অধিনায়ক। শ্রীলঙ্কান স্পিনার মহেশ তিকশনাকে বোলিংয়ে নিয়ে আসেন রিয়ান। তবে স্পিন দেখে থেমে থাকেননি অভিষেক শর্মা বা ট্রেভিস হেড দুজনের কেউই। পাওয়ার প্লের ভিতরেই অতিরিক্ত রান বানানোর চেষ্টায় উইকেট হারিয়ে ফেলেন অভিষেক। ১১ বলে ২৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে তিনি আউট হতে ব্যাটিং করতে এসে ঈশান কিষানও (Ishan Kishan) তালে তাল মিলিয়ে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান।
আর্চারকে পিটিয়ে ছাতু করলো হেড

এবারের আইপিএলে রাজস্থান ট্রেন্ট বোল্টকে (Trent Boult) ছেড়ে দিয়েছিল। তার বদলে ইংলিশ পেসার জোফরা আর্চারকে (Jofra Archer) নিলামের মঞ্চ থেকে কিনেছিল দল। আজ তাকে ট্রেভিস হেডের সামনে বোলিং করতে পাঠান রিয়ান। তবে, হেড যেন তার সাথে ছিনিমিনি খেলেছেন। ওভারের প্রথম বলেই স্কয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারি হাঁকান। দ্বিতীয় বলটি ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন হেড। প্রথম দুই বলেই ১০ রান সংগ্রহ করেন তিনি। তৃতীয় বলে ব্যাটে বলে করতে পারেননি হেড। এরপর চতুর্থ বলে আবার স্কয়ার কাটে চার মারেন। ওভারের পঞ্চম বলে এক্সট্রা কভার অঞ্চলে চার মারেন এবং শেষ বলে মিড অনে বাউন্ডারি হাঁকান। জোফরার ওভারে চারটি চারে ১৬ এবং একটি ছক্কায় মোট ২২ রান সংগ্রহ করেন হেড, তাছাড়া ওভারে একটি অতিরিক্ত দিয়েছিলেন আর্চার। তাই প্রথম ওভারেই ২৩ রান দিয়ে শুরু করতে দেখা গেল তাকে।
দেখেনিন টুইট
Archer 😭😭
— Vicky (@imalways_Vicky) March 23, 2025
Bhai ka career khatam kar dega aaj.
— Shubham Sakhuja (@ishubhamsakhuja) March 23, 2025
This is worst RR bowling line up. In the 18 seasons. Which includes the one led by Kevin Cooper.
What have we done here. #HallaBol #IPL2025
— Pranjal Parihar (@pranjalparihar) March 23, 2025
Jofra archer is Ms dhoni in the bowling department. Always performs for opponents
— Krishna. (@KrishVK_18) March 23, 2025
I was thinking Jofra will give Rajasthan an edge but he decided to give SRH an edge instead. #IPL2025
— Puneet Singhal (@PuneetSinghl007) March 23, 2025