“পাকিস্তানের দুর্দিন শুরু...” আইসিসির চেয়ারম্যান পদে বসতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং জয় শাহ !! 1

অবশেষে প্রতীক্ষার হলো অবসান, আইসিসির মনসদে বসলেন জয় শাহ (Jay Shah)। ইতিহাসের সবথেকে কনিষ্ঠতম ব্যাক্তি হিসাবে আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ। দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিবের পদ পালন করে এসেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে উন্নতির পিছনে অনেক বড় ভূমিকা পালন করেছেন তিনি। এবার তিনি বিশ্ব ক্রিকেটের বড় দায়িত্ব পালন করতে চলেছেন। চলতি বছরের আগস্ট মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। আইসিসির চেয়ারম্যান হওয়ার পর জয় শাহের সামনে রয়েছে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ। সামনেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে, তাছাড়া ২০২৮ সালে অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের অন্তর্ভুক্তি। এসব নানান ইভেন্টে নজর থাকবে জয় শাহের।

আইসিসির মনসদে বসলেন জয় শাহ

Jay Shah, ipl2024, bcci
Jay Shah | Image: Getty Images

জয় শাহ তার বিবৃতিতে জানিয়ে দিয়েছেন মহিলা ক্রিকেটে উন্নতির পরিকল্পনাও রয়েছে তার। আইসিসির মনসদে বসে জয় জানিয়েছেন, “আইসিসির দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে আমাকে সমর্থন করার জন্য আইসিসির কর্তাব্যক্তি ও বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই। ২০২৮-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতি নেওয়ার জন্য এটিই সঠিক সময়। আমার চেষ্টা থাকবে ক্রিকেটকে বিশ্বব্যাপি আরও জনপ্রিয় করে তুলতে এবং দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়।” মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে তিনি জানিয়েছেন, “আমি চাই একাধিক ফরম্যাটের খেলার সঙ্গে মহিলাদের খেলার বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করার প্রয়োজন রয়েছে। আমি চাই সমস্ত সুযোগ কাজে লাগিয়ে ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে। তাছাড়া আমি আইসিসির দল ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ মরার জন্য মুখিয়ে রয়েছি।”

দুর্দিন শুরু পাকিস্তানের

Pakistan Cricket Team, T20 World Cup 2024, ct 2025
Pakistan Cricket Team | Image: Getty Images

২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাত ধরে ক্রিকেট প্রশাসক হিসাবে জয় শাহের ক্যারিয়ার শুরু হয়েছিল। ১০ বছর পর অর্থাৎ ২০১৯ সালে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে নিযুক্ত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়ার পাশাপাশি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব সামলেছেন। জয় শাহ (Jay Shah) আগেও পাকিস্তান বিরোধী ছিলেন আগামী দিনেও পাকিস্তান বিরোধী থাকবেন। ভারতীয় ক্রিকেট ও এশিয়া ক্রিকেটের দায়িত্ব সামলানোর সময় জয় শাহ পাকিস্তানের বেঁচে থাকা দুস্কর করে দিয়েছিলেন, আসলে এশিয়া ট্রফি আয়োজন করার কথা ছিল পাকিস্তানের, তবে জয়ের কূটনীতির চালে ভারতের জন্য পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে হয়েছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও বেশ সমালোচনা শুরু হয়েছে, জয় আইসিসির প্রধান হতে সমস্যা বাড়বে পাকিস্তানের।

দেখেনিন টুইট

Read Also: Jay Shah: কিচ্ছু করতে পারলেন না জয় শাহ, আইপিএল নিলামে নাকের নিচ থেকে তার দুই শত্রু ছিনিয়ে নিলো ৩৮ কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *