"RIP... English..", ICC'র চেয়ারম্যান হতেই ইংরেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড জয় শাহ !! 1

বিশ্ব ক্রিকেটের বদল ঘটাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলে আসছেন জয়, এবার পালা বিশ্ব ক্রিকেটকে শাসন করার। বিনা কোন প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ। আগামী ডিসেম্বর মাসের থেকেই জয়ের হাতে আইসিসির দায় ভার তুলে দেওয়া হবে।

২০২০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। পরস্পর দুইবার তিনি ICC’র দায়িত্ব পালন করেছেন। তবে তৃতীয়বারের জন্য তিনি আর এই পদ গ্রহণ করতে চাইছেন না। তার বদলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই গুরু দায়িত্ব তুলে দেওয়া হল। সব থেকে কম বয়সী ব্যক্তি হিসাবে আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ICC’র চেয়ারম্যান হলেন জয় শাহ

Jay Shah,
Jay Shah | Image: Twitter

এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পরেই তৃতীয় ভারতীয় হিসাবে আইসিসির নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ। যদিও এর আগে ১৯৯৭-২০০০ সাল পর্যন্ত জগমোহন ডালমিয়া সামলেছেন আইসিসির সভাপতির পদ। প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে আর কেউ আইসিসির সভাপতি হননি। আইসিসির এই পদে বসার জন্য মনোনয়ন পত্র জন্য দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ আগস্ট, আর এই তারিখের মধ্যে জয় শাহ ব্যাতিত কেউ মনোনয়নপত্র জমা দেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যানের পদে বসতে চলেছেন জয়।

তবে সমাজ মাধ্যমে জয় শাহকে নিয়ে চর্চা শুরু হয়েছে। মূলত সদ্য নির্বাচিত হওয়া আইসিসির চেয়ারম্যান জয় শাহকে (Jay Shah) ইংরেজি ভাষা বলতে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের দায়িত্ব পালন করা কালীন বেশ কয়েকবার তিনি তার ইংরেজি বলা নিয়ে ট্রোলের সম্মুখীন হয়েছিলেন। বিশ্বব্যাপী দায়িত্ব পালন করবেন জয় শাহ। সেই কারণে ভক্তরা তার ইংরেজি বলা নিয়ে ট্রোল করতে শুরু করে দিয়েছে।

দেখেনিন টুইট

Read Also: Jay Shah: ICC’র নতুন চেয়ারম্যান হলেন জয় শাহ, গর্বে বুক ভরে গেল কোটি কোটি ভারতীয়র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *