দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করলো টিম ইন্ডিয়া। ভারত একতরফা আধিপত্য দেখিয়ে জয় সুনিশ্চিত করে নিলো। মাত্র ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নিলো ভারতীয় দল।টস জিতে ব্যাট করতে নেমেই চাপের মুখে পড়ে পাকিস্তান। ৬৪ রানের মাথায় ছয় উইকেট হারিয়ে ফেলেছিল প্রতিবেশী দেশ। শেষদিকে শাহীন আফ্রিদির বিধ্বংসী ব্যাটিং কিছুটা লড়াইয়ে ফেরায় টিম ইন্ডিয়াকে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে পাকিস্তান ১২৭ রান বানাতে সক্ষম হয়েছিল।
জবাবে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন। শুভমান গিল ব্যার্থ হলেও, তিলক ভার্মার ৩১, সূর্যকুমার যাদবের ৪৭* ও শিবম দুবের ১০* রান ভারতকে সহজ হয় উপহার দেয়। ভারতের এই জয়ের সাথে সাথে সুপার ফোরে প্রবেশের পথ প্রায় পাকা করে ফেললো টিম ইন্ডিয়া। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত–পাক সম্পর্ক এখন কার্যত বরফে জমে আছে। দেশ জুড়ে অনেকেই এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। এবার সমাজ মাধ্যমে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রিতিমতন চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে।
জয় শাহের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও পাকিস্তানের প্রাক্তন তারকা শহীদ আফ্রিদিকে একসাথে আড্ডা দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে—যখন সীমান্ত উত্তেজনা আর জনমানসে ক্ষোভ তুঙ্গে, তখন সরকারি মহল কীভাবে এত বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করছে? তবুও আবার সেই মহলে শামিল রয়েছেন শহীদ আফ্রিদির মতন ব্যক্তিত্ব যিনি কিনা বারবার ভারত বিরোধী কথা বলে থাকেন।
ভক্তরা সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “আসল রসিকরা মাঠে থাকে না—তারা ক্ষমতায় থাকে, ব্যবসায়ে থাকে, আর চোখ বেঁধে থাকে।” অন্য একজন লিখেছেন, “এটা দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, কেউ এত নির্লজ্জ কিভাবে হতে পারে? লজ্জা পাওয়া উচিত।” আর একজন লিখেছেন, “কঠোর বাস্তবতা হলো, এই লোকেরা অর্থ আর ক্ষমতা ছাড়া আর কারো প্রতি অনুগত নয়, একেবারেই নির্লজ্জ মানুষ…”
দেখেনিন টুইট
বিদ্র: প্রকাশ্যে আসা ভিডিওটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ঘটা একটি ভিডিও ক্লিপ।