Yashasvi Jaiswal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে দুর্দান্ত প্রদর্শনের পর আত্মবিশ্বাস সহ দ্বিতীয় টেস্টের জন্য অ্যাডিলেড ওভালে পৌঁছিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ফিরে এসেছেন রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়ক হিটম্যান সহ ভারতীয় দলে মোট তিনটি পরিবর্তন হয়েছে। তরুণ খেলোয়াড় শুভমান গিল (Shubman Gill) এবং তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আজকের ম্যাচে ভারতীয় দলে তাদের জায়গা করে নিয়েছেন। টসে জিতে অধিনায়ক রোহিত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট খেলার আগে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রদর্শন ছিল অসাধারণ।
খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন জয়সওয়াল
আজকের ম্যাচে টসে জিতে ওপেনিং করতে দেখা গিয়েছে কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গতকাল সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন প্রথম টেস্টে ভারতীয় দলের ওপেনিং করা রাহুল-যশস্বী জুটিকেই দেখতে পাওয়া যাবে। প্রথম টেস্টে জয়সওয়াল ও রাহুল অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছিলেন। পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের এই দুই ব্যাটসম্যান ২০০-এর বেশি রানের বেশি অংশীদারিত্ব পালন করেছিলেন। তবে আজকের ম্যাচে ওপেনিং করতে এসে ম্যাচেল স্টার্কের মুখোমুখি হয়েছিলেন জয়সওয়াল।
স্টার্কের প্রথম বলেই এলবিডব্লিউ বোল্ড আউট করেন জয়সওয়ালকে। খাতা না খুলেই আবার একবার প্যাভিলিয়নে ফিরতে হলো যশস্বীকে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল স্টার্ককে স্লেজিং করে বলেন তিনি নাকি আস্তে বোলিং করছেন। তবে আজকে সেই স্টার্কের বলে উইকেট হারাতে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন ভিডিও
দেখেনিন টুইট
“It’s coming too slow” – Cricket is a great leveler. You will learn Jaiswal.
— CricFan (@DeepakSett) December 6, 2024
Ball is swinging. Gill wont last long, i fear.
— sag patel (@patel_sag) December 6, 2024
Flicking the first ball is being over positive
— Captain Pugwash (@shinekjohn) December 6, 2024
Which means century coming next innings.
— Shabarish Balaji (@Shabarish_B) December 6, 2024
Aaj ball slow nahi arahi ti? 🤣
— Waqar Ahmed Afridi (@RealWaqarAfridi) December 6, 2024
Everyone knew what kind of delivery was going to be bowled ..
What was he doing?— Banarasi (@Nillionaire0) December 6, 2024
Aree bhenchod bhot gande flashback aarhe hai😅
— Rajveer Jat (@Rajveer77801612) December 6, 2024