Yashasvi Jaiswal: ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ সবসময়ই খুব উত্তেজনাপূর্ণ। খেলোয়াড়দের মধ্যে সেই লড়াই আস্তে আস্তে লক্ষ করা যাচ্ছে। ভারতীয় দল দ্বিতীয় টেস্টে আপাতত ব্যাকফুটে রয়েছে। অ্যাডিলেডে ম্যাচের দ্বিতীয় দিনে ট্রাভিস হেডকে ক্লিন বোলিং করার পর মোহাম্মদ সিরাজ খেলার রূপ বদলে গিয়েছে। হেড আউট হওয়ার পর ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে। ৩৩৭ রানে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ব্যাটিং। অজি দল ভারতের থেকে ১৫৭ রানে এগিয়ে রয়েছে।
জবাবে ব্যাটিং করতে এসে শুরুটা ভালো হলো না টিম ইন্ডিয়ার। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবার ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। টস জিতে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ব্যাটসম্যানরা সূচনাটা বেশ ভালো করেছিলেন, কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মধ্যে। তবে আজকের ম্যাচে টিকলো না জয়সওয়াল-রাহুল জুটি। চতুর্থ ওভারে মাত্র ৭ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন কেএল রাহুল (KL Rahul)। প্যাট কামিন্সের বাউন্সারে হালকা ভাবে খেলতে গিয়ে উইকেট কিপার আলেক্স ক্যারির বলে উইকেট হারান।
রাহুল আউট হলেও জয়সওয়াল ও গিলের মধ্যে একটি দুর্দান্ত অংশীদারিত্ব দেখা যাচ্ছিল। তবে, স্কট বোল্যান্ড বোলিং করতে আসলে তার প্রথম বলেই কট বিহাইন্ড হন জয়সওয়াল। ২৪ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন জয়সওয়াল। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
If he stays would have score better
— JAY (@jaycibby) December 7, 2024
— 𝕏ena J.Gill (@JaiShreeRam90) December 7, 2024
If we lose 1 more wicket before the end of day’s play, it’s all over !!
Our batters should have learnt from Labuschagne and McSweeney from last night
— Cricketism (@MidnightMusinng) December 7, 2024
Jaishwaaaaaluuuu 😭😭 what happened man
— Kirru 🎬🎨 (@NameisKirann) December 7, 2024