“একদম সঠিক সিদ্ধান্ত নিলেন…” রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গতকাল বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি শিরোপা জয়ের পর ভারতীয় দলের ছোট ফরম্যাট থেকে নিজেদের সরিয়ে নিলেন বিরাট, রোহিত এবং জাদেজা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল দীর্ঘ ১১ বছর পর আইসিসি শিরোপা জয়লাভ করলো ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে বারবেডসের বুকে ভারতীয় পতাকা উত্তোলন করল টিম ইন্ডিয়া।

অবসরের ঘোষণা দিলেন জাদেজা

Ravindra Jadeja, t20 world cup 2024
Ravindra Jadeja | Image: Getty Images

ভারতীয় দলের এই প্রদর্শনের পিছনে বড় অবদান স্কোয়াডের সমস্ত সদস্যের। বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় অলরাউন্ডার হলেন রবিন্দ্র জাদেজা (Ravindra Jadeja), লাল বলের ক্রিকেটে গত ১০ বছর ধরে তিনি তার শীর্ষ ফর্মে রয়েছেন তবে সাদা বলের ফরম্যাটে তিনি গত কয়েক বছরে তুলনামূলকভাবে ছন্দহীন। তার অভিজ্ঞতার উপর নজর রেখে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। প্রসঙ্গত গত বছর বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন তিনি যে কারণে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ আসেনি তার তবে এবার বিশ্বকাপের সুযোগ পাওয়ায় তুলনামূলকভাবে ব্যর্থ হয়েছেন তিনি।

মোট পাঁচটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন জাদেজা এবং ১১.৬৭ গড় ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে কেবলমাত্র ৩৫ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপশি, ৭ ইনিংসে বোলিং করে ৭.৫৭ ইকোনমিতে কেবলমাত্র ১ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। পাশাপশি এই ফরম্যাটে জাদেজা ৭৪ ম্যাচে ৪১ ইনিংসে ব্যাটিং করেছেন এবং ২১.৪৬ গড়ে ও ১২৭.১৬ স্টাইক রেটে ৫১৫ রান বানিয়েছেন এবং বল হাতে ৭১ ইনিংসে ৭.১৩ রান প্রতি ওভারে ৫৪ উইকেট নিয়েছেন। তিনি অবসর নিতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দখেনিন টুইট

Read Also: Ravindra Jadeja: টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা, অবশেষে সুযোগ পাচ্ছেন রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *