Ishan Kishan: আইপিএল ২০২৫-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক ২৮২ রান বানিয়ে ফেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে, আজকের ম্যাচে শুরুতেই ব্যাকফুটে সানরাইজার্স দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।
শুরুতেই ট্রেভিস হেড আগ্রাসী ব্যাটিং শুরু করেন। তবে, তার সঙ্গী অভিষেক শর্মাকে (Abhishek Sharma) বেশ সমস্যার মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল। শার্দূল ঠাকুরের শর্ট পিচ বলে ছক্কা মারার প্রচেষ্টায় নিজের উইকেট হারিয়ে ফেলেন অভিষেক। পুল করার প্রচেষ্টায় ডিপ স্কয়ার লেগে উপস্থিত থাকা নিকোলাস পুরান (Nicholas Pooran) সহজ একটি ক্যাচ ধরেন। অভিষেক আউট হওয়া মাত্রই ব্যাটিং করতে আসেন অরেঞ্জ ক্যাপ ধারী ঈশান কিষান। তাদের আইপিএল ইনিংসের প্রথম ম্যাচেই মাত্র ৪২ বলে ১০৬ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন।
খাতা না খুলেই প্যাভিলিয়ন ফেরেন ঈশান কিষান

শার্দূল ঠাকুর লখনৌ দলের হয়ে প্রথম ম্যাচে শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছিলেন এবং আজকের ম্যাচেও তিনি সেই কাজ করে দেখালেন। প্রথম ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন শার্দূল, তবে পরের ওভারের প্রথম বলে অভিষেক এবং দ্বিতীয় বলেই ঈশান কিষানকে প্যাভিলিয়নে ফেরান। লেগ স্ট্যাম্পের বাইরের বলে হালকা ভাবে ব্যাট চালান ঈশান এবং বল তাঁর ব্যাটে লেগে সোজা কিপার ঋষভ পন্থের (Rishabh Pant) কাছে চলে যায়। গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশান। তিনি আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
One match wonder Ishan Kishan for you..😋🔥✨ pic.twitter.com/59ZOFaMRNU
— …. (@omegascarwitch) March 27, 2025
WTF! I spent 300 rupees to reach home, and as soon as I arrived and opened my phone, I found out that Ishan Kishan was already out🤧🤧
I TOLD YOU DON'T JINX HIM😭 pic.twitter.com/nwkjvMKUGs
— Ishan's🤫🧘🧡 (@IshanWK32) March 27, 2025
Abey don't make all the plans against Ishan Kishan he is a choker please focus on Travis and Abhishek 😭😭 pic.twitter.com/r4IaObndiO
— Ishan's🤫🧘🧡 (@IshanWK32) March 27, 2025
THIS MF COOKED ISHAN KISHAN BEFORE THE GAME START😤🫵 pic.twitter.com/UrelmKjD0b
— Ishan's🤫🧘🧡 (@IshanWK32) March 27, 2025
Lord Shardul Thakur gave treatment to Ishan Kishan & Abhishek Sharma 😭 pic.twitter.com/kpp5Ga0YmH
— 😼 (@MasterrGogo) March 27, 2025