IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স দলের লড়াই বেশ জমে উঠেছে। মায়ানগরী মুম্বাইতে আজ মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই মৌসুমে ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলছে মুম্বাই। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বোলিং করতে এসে রুদ্ধশ্বাস সূচনা দিয়েছেন দীপক চাহর (Deepak Chahar) ও ট্রেন্ট বোল্ট (Trent Boult)।
শুরুতে ব্যাটিং করতে এসে ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) পাওয়ার প্লের মধ্যে দারুন সূচনা করেন। ওপেনিং জুটিতে ৪৫ বলে ৫৯ রানের পার্টনারশিপ করেছিল। অভিষেক ২৮ বলে ৪০ রান বানান অবকন হার্দিক পান্ডিয়ার বলে নিজের উইকেট হারান। অভিষেক আউট হতে ব্যাটিং করতে আসেন ঈশান কিষান (Ishan Kishan)। উইল জ্যাকসের বলে স্টেপ আউট করার মারতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যান ঈশান।
২ রানে উইকেট হারালেন ঈশান কিষান

এই মৌসুমে ঈশান কিষান প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০৬* রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তবে তারপর থেকে কেবলমাত্র একবার দুই সংখ্যার স্কোরে পৌঁছেছেন। লখনৌএর বিরুদ্ধে ০, দিল্লি ও কলকাতার বিরুদ্ধে ২, গুজরাটের বিরুদ্ধে ১৭ এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯* এবং আজকের ম্যাচে ২ রান বানিয়ে আউট হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।