"আজকেও হার নিশ্চিত..." কলকাতার সামনে ২০২ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2025: আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে এসে পাঞ্জাব দলের দুই ওপেনাররা এই মৌসুমে যৌথ ভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন। প্রিয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরন সিং (Prabhsimran Singh) বিস্ফোরক অর্ধশতক করে দলের স্কোর ২০০-এর উপরে নিয়ে গিয়েছেন। যদিও আজকের ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ব্যাট হাতে সম্পূর্ণ রূপে ফ্লপ হয়েছেন। তার ব্যাট ছিল সম্পূর্ণ নীরব, যার কারণে সমাজ মাধ্যম জুড়ে ম‍্যাক্সিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে এসে প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং ঝড়ো ইনিংস খেলেন।  প্রিয়াংশ আর্য ১৯৭.১৪ স্ট্রাইক রেটে রান করেন ৩৫ বলে ৬৯ রান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। তাছাড়া দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন প্রভশিমরন। ব্যাট হাতে তিনি ১৬৯.৩৯ স্ট্রাইক রেটে ৪৯ বলে ৮৩ রান বানিয়েছেন। তার ইনিংসে দেখা গিয়েছে ৬টি চার ও ৬টি ছক্কা। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ব্যাট হাতে ১৬ বলে একটি চার ও একটি ছক্কায় ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ২৫ রানের ইনিংস খেলেন।

KKR-এর সামনে ২০২ রানের লক্ষমাত্রা রাখলো পাঞ্জাব

ipl-2025-pbks-openers-shine-vs-kkr
Prabhsimran Singh | Image: Getty Images

এদিকে, অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আট বলে সাত রান করে আউট হন। চলতি মৌসুমে আবার একবার ব্যার্থ বিগ শো নামে পরিচিত এই ম্যাক্সওয়েল। বরুণ চক্রবর্তীর ফিরকির জালে আটকা পড়েন। আগে ব্যাটিং করতে আসেন মার্কো জেনসেন। তিনি ৭ বলে বানিয়েছেন মাত্র ৭ রান এবং শেষের দিকে ৬ বলে ১১ রানের ইনিংস খেলেন এবং দলকে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২০১ রানে পৌঁছে দেন। নাইট রাইডার্সের হয়ে সর্বাধিক দুই উইকেট নিয়েছেন বৈভব অরোরা এবং একটি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ও অন্দ্রে রাসেল।

দেখেনিন টুইট

Read Also: IPL 2025: প্রিয়াংশ-প্রভসিমরণের দাপটে নাজেহাল নাইট বোলিং, ইডেনে ২০১ তুললো পাঞ্জাব কিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *