"লোক হাসাতেই খেলতে নামে..." ১২ বছর পর ওয়ানখেড়েতে KKR'এর কাছে পরাস্ত হতেই ট্রোলের মুখে মুম্বই ইন্ডিয়ান্স !! 1

সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৫২তম ম্যাচ (IPL 2024), আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। দুই দলের কাছেই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই চার উইকেট হারিয়ে ফেলে কলকাতা দল। ফিল সল্ট (Phil Salt) থেকে শুরু করে নারায়ণ (Sunil Narine), রঘুবংশী এবং শ্রেয়স (Shreyas Iyer) আউট হতেই কলকাতার ব্যাটিং ধস দেখা যায়।

পাওয়ার প্লে শেষ হতে না হতেই প্যাভিলিয়নে ফেরেন রিঙ্কু (Rinku Singh)। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। তবে এরপর কলকাতা দলের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে আসেন মনীশ পান্ডে (Manish Pandey)। দলের হয়ে সর্বাধিক ৭০ রান বানায় ভেঙ্কটেশ আইয়ার ও কঠিন সময়ে ৪২ রানের ইনিংস খেলেন পান্ডে। ২০ ওভার শেষে কলকাতা দল ১৬৯ রান বানাতে সক্ষম হয়, এই রান তাড়া করতে এসে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়েও ধস নামে।

মুম্বইকে ১২ বছর পর ওয়ানখেড়েতে পরাস্ত করলো KKR

Mi vs kkr, ipl 2024
MI vs KKR | Image: Getty Images

দলের শীর্ষ ৩ ব্যাটসম্যান ঈশান কিষান (Ishan Kishan), নমন ধীর (Naman Dhir) ও রোহিত শর্মা (Rohit Sharma) জলদি প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতরেই ৪৬ রানে ৩ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৫৬ রান বানান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ডেভিড ২০ বলে ২৪ রান বানিয়ে আউট হতেই মুম্বইয়ের পরাজয় নিশ্চিত হয়ে যায়।

মুম্বইকে ১৪৫ রানের মধ্যেই আটকে দেয় KKR। তবে আজকে, দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। KKR’এর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) যিনি আজকে ৪ উইকেট তুলে নেন। পাশপাশি, আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারায়ণ (Sunil Narine), বরুণ চক্রবর্তীরা (Varun Chakravarthy) দুটি করে উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের ব্যাটিং তছনছ করে দেন। দীর্ঘ ১২ বছর পর মুম্বইয়ের বিরুদ্ধে ওয়ানখেড়েতে জয় সুনিশ্চত করলো কলকাতা নাইট রাইডার্স। দলের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে শুরু হলো খিল্লি।

দেখেনিন টুইট

 

Read More: IPL 2024: স্টার্কের গতিতে ছত্রাখান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং, ২৪ রানে জয় সুনিশ্চত করলো নাইট শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *