Asia Cup 2025: "ওদের নিয়ে ছেলেখেলা করলো..." ৫৭ রানেই গুটিয়ে গেল UAE'এর ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

এশিয়া কাপ ২০২৫’এর (Asia Cup 2025) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং UAE। দুই দলের মধ্যে এই দুরন্ত লড়াইটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় দল আজ দুই পেসার ও ৩ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে জায়গা হয়নি ভারতীয় দলের সবথেকে সফল পেসার অর্ষদীপ সিংয়ের (Arshdeep Singh)। অন্যদিকে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন রয়েছেন একাদশে।

স্পিন আক্রমনের সামনে টিকলো না UAE’এর ব্যাটিং

Ind vs uae, asia cup 2025
Team India | Image: Getty Images

আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে UAE দলকে। শুরুতে বেশ আগ্রাসী সূচনা দিয়েছিলেন ওপেনার ব্যাটসম্যান আলিশান শরাফু (Alishan Sharafu)। যদিও বুমরাহের ইয়র্কারে উইকেট হারিয়ে ফেলেন তিনি। ১৭ বলে ২২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর তাসের ঘরের মতন ভেঙে পড়ে UAE’ দলের ব্যাটিং বিভাগ। স্পিনারদের তান্ডবে ব্যাটসম্যানদের একেবারে দিশেহারা দেখায়। মহম্মদ জোহাইবকে প্যাভিলিয়নে ফেরান বরুণ। ৫ বলে মাত্র ২ রান বানাতেই সক্ষম হন তিনি। এরপর কুলদীপ যাদব তাঁর স্পেলের দ্বিতীয় ওভারে তিন উইকেট নিয়ে UAE দলকে পুরো ব্যাকফুটে ঠেলে দেন। UAE’ এর হয়ে মাত্র দুই ব্যাটসম্যানই দুই সংখ্যার স্কোর বানাতে সক্ষম হন। দুই ওপেনার ব্যাটসম্যান বাদে বাঁকি ব্যাটসম্যানদের কথা বলতে গেলে সর্বোচ্চ ৩ রান এসেছে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, ৩ উইকেট নিয়েছেন শিবম দুবে এবং ১টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। ভক্তরা ভারতীয় দলের ব্যাটিং প্রদর্শন দেখে বেশ উৎসাহিত হয়েছেন। এক ভক্ত লিখেছেন, “এই ধরণের পারফরম্যান্সের জন্যই তো আমরা সেরা।” অন্য এক ভক্ত লিখেছেন, “এশিয়া কাপ এবার আমাদের হতেই চলেছে।” অন্য এক ভক্তের দাবি, “আমাদের স্পিন আক্রমণের কোনো জবাব নেই।” আর এক ভক্ত পাকিস্তানকে উস্কে দিয়ে লিখেছেন, “সাবধানে থেকো পাকিস্তানিরা আমরা আসছি।”

দেখেনিন টুইট

Read Also: পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই পহেলগাঁও’এর প্রতিশোধ নিলেন সূর্যকুমার, চর্চা ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *