দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। দুই দলের রুদ্ধশ্বাস এই লড়াইয়ে আবার একবার জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। গত রবিবার এই একই মাঠে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছিল ভারত। এবার সুপার ফোর পর্বে পাকিস্তানকে ছয় উইকেটে হারালো টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পিছনে গল্পটি লিখেছেন দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। দুজনের ধ্বংসাত্মক ব্যাটিংয়ে একেবারেই নাস্তানাবুদ হয়ে গিয়েছিল পাকিস্তানি বোলিং আক্রমণ। যে কারণেই সহজ একটি জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল।
পাকিস্তানকে নাস্তানাবুদ করল টিম ইন্ডিয়া

আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল পাকিস্তান দলের হয়ে সর্বাধিক ৫৮ রান বানিয়েছিলেন ফারহান। তাছাড়া বাঁকি ব্যাটসম্যানদের প্রয়াসে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান বানাতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ৭ বল বাঁকি থাকতেই এই জয় ছিনিয়ে নিয়েছে। ভারতের পক্ষ থেকে অনবদ্য ব্যাটিং চালিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। অভিষেক দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন এবং ২৮ বলে ৪৭ রান বানিয়েছিলেন শুভমান। শেষের দিকে তিলক ৩০ সঞ্জু ১৩ ও হার্দিক ৭ রান বানিয়ে ভারতকে এই দুর্দান্ত জয় উপহার দিলো। আজকের ম্যাচের পরেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে এসেছিল। ভারতের এই প্রদর্শন দেখে বেশ খুশি হয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। সমাজ মাধ্যমে ভক্তরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
Read More: Asia Cup 2025: পাত্তাই পেলো না পাকিস্তান, অভিষেকের তাণ্ডবে আরও একবার দাপুটে জয় ভারতের !!
এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “পাকিস্তানকে বেশি ভাও দেওয়া উচিত নয়, ওরা আসলেই দুর্বল দল।” এক ভক্ত লিখেছেন, “অভিষেক শর্মা যেভাবে খেলেছেন তাতে ওদের গালে একটা করে চড় মেরে গিয়েছেন।” আর এক ভক্ত লিখেছেন, “তোদের হারাতে আমাদের ২ জন খেলোয়াড় যথেষ্ট।” আর এক ভক্তের দাবি, “এককালে রোহিত-বিরাট মেরে এসেছে এবার গিল-অভিষেক মেরে যাচ্ছে।” এক ভক্ত মজার ছলে লিখেছেন, “আফ্রিদি আর রউফ পাকিস্তানের রান মেশিন।” আর এক ভক্ত লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হয়েছিল, নাহলে পাকিস্তান নিজেদের বিজয়ী ঘোষণা করত।”