"সুদে আসলে বদলা নিলো..." ভারতের সামনে ১৭১ রান তুললো পাকিস্তান, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) এর সুপার ফোরের মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। শুরুতে ব্যাটিং করতে এসেছিল পাকিস্তান দল নতুন ওপেনিং জুটির সঙ্গে। আজকের ম্যাচে ওপেনিং করতে এসেছিল ফখর জামান (Fakhar Zaman) ও সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan)। দুজনের মধ্যে শুরুতে ২১ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। শুরু থরকেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার স্লোয়ার বুঝতে না পেরে উইকেট হারিয়ে ফেলেন ফখর জামান (Fakhar Zaman)।

ভারতীয় দলের খারাপ ফিল্ডিংয়ের জন্য বারবার পার পেয়ে গিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। সেই সুযোগের সৎ ব্যাবহার করেছিলেন ফারহান ও সাইম আয়ুব দুজনেই। আজ এই টুর্নামেন্টে প্ৰথম বারের জন্য খাতা খুললেন আয়ুব। ব্যাট হাতে ফারহান অসামান্য একটি ইনিংস উপহার দিয়েছেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রান বানান সাহেবজাদা ফারহান। গ্রুপ পর্যায়ের ম্যাচে ফারহান দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। আজকের ম্যাচেও তিনি তাঁর সেরা ফর্ম বজায় রেখেছেন।

Read More: Asia Cup 2025: একসাথে উড়লো ব্যাট-বল, ভারত-পাকিস্তান ম্যাচের অদ্ভুত আউট হলো ভাইরাল !!

খারাপ ফিল্ডিংয়ের মাশুল গুনতে হচ্ছে টিম ইন্ডিয়াকে

Asia cup 2025
Team India | Image: Getty Images

১৭ বলে ২১ রান বানান সাইম আয়ুব (Saim Ayub)। তাছাড়া, হোসেন তালাত ১১ বলে ১০ রান বনান। ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন মোহম্মদ নওয়াজ। শেষের দিকে ক্যাপ্টেন সালমান আলী আঘা ১৩ বলে ১৭ এবং ৮ বলে ২০ রান বানান ফাইম আশরাফ। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান বানায় পাকিস্তান। ভারতের হয়ে দুটি উইকেট পান শিবম দুবে (Shivam Dube) এবং ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

ভারতীয় ভক্তরা আজকে ভারতের ফিল্ডিং দেখে বেশ হকচকিয়ে গিয়েছে। সমাজ মাধ্যমে ভক্তরা ভারতীয় দলের ক্লাস নিয়েছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, “ভারতের ফিল্ডাররা বাচ্চাদের মতন ফিল্ডিং দিয়েছে।” এক ভক্ত লিখেছেন, “আজ মনে হয় আর হবে না।” অন্য এক ভক্তের দাবি, “বুমরাহ পাকিস্তানের বিরুদ্ধে ঘাবড়ে যায় কেন ?” আর এক ভক্ত লিখেছেন, “ভারত খুবই খারাপ খেলেছে, পাকিস্তানকে তো খুবই সহজে হারানো যায়।”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025: অর্ধশতক সাহিবজাদার, এল-ক্লাসিকো জিততে ভারতের প্রয়োজন ১৭২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *