"যোগ্য জবাব দিয়েছে..." পাকিস্তানকে উড়িয়ে ভারতের দুরন্ত জয়, নেটিজেনদের ঝড় ট্রেন্ডে !! 1

Asia Cup 2025: দুবাইয়ে ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে বজায় রইলো বিজয় রথ। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই লড়াইয়ে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। ইনিংসের প্রথম বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হন পাকিস্তানি তরুণ ওপেনার ব্যাটসম্যান সাইম আয়ুব (Saim Ayub)। এরপর দ্বিতীয় ওভারেই বুমরাহ ফেরান উইকেট কিপার মহম্মদ হ্যারিসকে। পরে, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন আক্রমণে একসময় ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষদিকে শাহীন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পৌঁছায় মাত্র ১২৭ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ঝড়ো শুরু করেন। মাত্র ১৩ বলে ৩১ রানের ইনিংসে পাকিস্তানকে চাপে ফেলে দেন তিনি। ভাইস ক্যাপ্টেন শুভমান গিল ব্যর্থ হন, তবুও মাঝের সারিতে তিলক ভার্মা (Tilak Varma) ও অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ম্যাচকে ধরে রাখেন। তিলক ৩১ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর সূর্যের ৪৭ রানের ইনিংস ও শিবম দুবের ১০ রানের ইনিংসে পঞ্চম উইকেটের জুটিতে জয় নিশ্চিত করে ভারত। ১৫.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই ভারত জিতে নেয় ম্যাচ।

অনবদ্য জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

pak-batters-struggle-vs-indian-spin, ind vs pak asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

বল-ব্যাট দুই দিকেই ভারতীয়দের অলরাউন্ড পারফরম্যান্স চোখে পড়ার মতো। ভারতের এই দাপুটে জয় ভক্তদের মন জিতে নিয়েছে। ভারতীয় দলের হয়ে অনবদ্য বোলিং প্রদর্শন দেখানোর জন্য ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ যাদব। ভারতীয় দল এবছর দ্বিতীয় বারের জন্য পাকিস্তানকে পরাস্ত করে দিলো। ভারতের এই দুর্দান্ত জয়ের পর ভারত আপাতত এ গ্রুপের পয়েন্ট তালিকায় প্রথম স্থানের বহাল রয়েছে। ভারতীয় দলের এই পারফরম্যান্স দেখে নেটিজেনরা নিজেদের মত পোষণ করেছেন সমাজ মাধ্যমে।

এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “ওদেরকে এভাবেই হারানো উচিত ছিল।” আর এক ভক্ত লিখেছেন, “পাকিস্তান ক্রিকেটে আর কখনও উন্নতি করতে পারবে না।” অন্য এক ভক্ত লিখেছেন, “পাকিস্তানের মতন দলকে ভারতের এ দল হারিয়ে দিতে সক্ষম।” অন্য এক ভক্তের দাবি, “পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানেই একতরফা ম্যাচ।”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025: “আরও উন্নতি করতে চাই…” ফের ম্যাচের সেরা কুলদীপ, লক্ষ্যে অবিচল পাক বধের নায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *