এশিয়া কাপ ২০২৫–এর (Asia Cup 2025) নিয়মরক্ষার ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়ে এ গ্রুপের শীর্ষে জায়গা করে নিলো টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ব্যাটিংয়ের শুরুটা একেবারেই সহজ ছিল না ভারতের জন্য। শুভমান গিল ইনসুইংয়ের ফাঁদে পড়ে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান। ওপেনিং করতে আসা অভিষেক শর্মা ঝড়ো ব্যাটিং করেন। ১৪ বলে ৩৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল ৬০/১। ভারতের হয়ে সর্বাধিক স্কোরটি হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।ধীর-স্থির শুরু করলেও পরে দারুণ ছন্দে খেলেন। ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন স্যামসন।
২১ রানে ম্যাচ জিতলো ভারত

অভিষেক শুরুতেই ১৫ বলে ৩৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তিলক ভার্মার ব্যাট থেকে এসেছিল ২৯ রান। অক্ষর প্যাটেল বানিয়েছিলেন ২৬ রান। শেষদিকে হার্ষিত রানার ১৩ রানের ক্যামিওতে ভারত ৮ উইকেটে ১৮৮ রানে পৌঁছায়। তুলনামূলক ভাবে ভারত অনেক কম রান বানিয়েছিল ওমানের মতন দলের বিরুদ্ধে। জবাবে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লের ভিতরেই ৪৪ রান বানিয়ে ফেলেছিল ওমান তাও কোনো উইকেট না হারিয়ে। যোতিন্দর ও কালিম ধীরে খেললেও উইকেট হাতে রেখেছিলেন। প্রথম উইকেট আসে কুলদীপ যাদবের হাত ধরে। ক্যাপ্টেন যোতিন্দর ৩২ রানে উইকেট হারান। পরে অবশ্য কালিম ও হাম্মাদ মির্জার জুটি বেশ লম্বা সময় চলেছিল। কালিম ৬৩ রান করেন এবং মির্জা ৫১ রানে উইকেট হারান। ওমান শেষমেষ ৪ উইকেটে ১৬৭ রান বানাতে সক্ষম হয়। ভারতীয় দল ২১ রানে ম্যাচ জয়লাভ করে এ গ্রুপের শীর্ষেই বিরাজমান।
ভারত জিতলেও সমাজ মাধ্যমে ভক্তরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, “ভারতের থেকে ওমান আজ ভালো খেলেছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “বুমরাহ বরুণ না থাকলে ভারতের বোলিং লাইন আপের কোনো ভরসা নেই।” আর এক ভক্ত লিখেছেন, “বলার কোনো ভাষা নেই, ভারত খুবই বাজে খেললো।” আর এক ভক্ত লিখেছেন, “ভারত যদি ওমানকে অল আউট করতে না পারে তাহলে এদের খেলতে হবে না।”