Asia Cup 2025: ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং ইনিংস ছিল অসাধারণ। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টুর্নামেন্টে প্রথম বারের জন্য প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসেছে ভারতীয় দল। ওপেনিং করতে এসে ৮ বলে ৫ রান বানান শুভমান গিল। শুরুতে উইকেট হারালেও অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনের মধ্যে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। অভিষেক শর্মা ১৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন।
১৮৮ রানে শেষ হলো ভারতের ব্যাটিং

ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৪৫ বলে ৫৬ রান বানান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক, ৮ বলে ৫ রান বানান শিবম দুবে। ১৩ বলে ২৬ রান বানান অক্ষর প্যাটেল তাছাড়া ১৮ বলে ২৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন তিলক ভার্মা। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান বানাতে সক্ষম হয়েছে। তবে মজার বিষয়, আজকের ম্যাচে ব্যাটিং করতে আসেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ওমান দলের হয়ে শাহ ফাহজাল ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। জিতেন রামন্দি ও আমির কালিম ২টি করে উইকেট পেয়েছেন।
Read More: TOP 3: আফগানিস্তানের এই ৩ বড় ভুল, যার কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বেই নিয়েছে বিদায় !!
নিয়ম রক্ষার ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং দেখে সমাজ মাধ্যমে বেশ প্রশ্ন উঠেছে। বিশেষ করে আগ্রাসী ব্যাটিং দেখানো টিম ইন্ডিয়া ওমানের মতন প্রতিপক্ষের বিরুদ্ধেই ২০০ রানের গন্ডি পার করতে ব্যার্থ হয়েছে। সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “ওমান কি এমন দল যে ভারত ২০০ রান করতে পারলো না ?” আর এক ভক্ত লিখেছেন, “সূর্যকুমার কি রূপ দেখানোর জন্য খেলছে আজকে ?” আর এক ভক্ত লিখেছেন, “জিতেশ রিংকুরা কি দোষ করলো যে ওরা সুযোগ পেল না ?” এক ভক্ত লিখেছেন, “অর্ষদীপ আর কুলদীপ কি সূর্যের থেকেও ভালো ব্যাটসম্যান ?”