ASIA CUP 2025: এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে ভারত ও বাংলাদেশের (IND vs BAN) লড়াই ছিল রুদ্ধশ্বাসে ভরা। ক্যাপ্টেন লিটনকে ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে, শুরুতে ব্যাটিং করতে এসে তানজিদ শাকিব ও নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত কিছুটা ব্যাকফুটে থাকলেও পাওয়ার প্লের ভিতর শুভমান গিল (Shubman Gill) ও অভিষেক শর্মার (Abhishek Sharma) জুটি ৭২ রান বানিয়ে ফেলেন।
শুভমান গিল আউট হওয়ার পর অভিষেক একাই দলের ইনিংস সামলান। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি মাত্র ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি ছক্কা এবং ৫টি চার। সূর্যের সাথে ভুল বোঝাবুঝিতে উইকেট হারিয়েছিলেন অভিষেক। তবে, অভিষেক আউট হতেই বাঁকি ব্যাটসম্যানরা সেভাবে রান বানাতে সক্ষম হননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় ব্যাটিং। শেষদিকে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত থামে ১৬৮ রানে।
Read More: Asia Cup 2025: কাজে এলো না সইফ হাসানের লড়াই, বোলারদের দাপটে বাংলাদেশ বধ টিম ইন্ডিয়ার !!
৪১ রানে ম্যাচ জিতলো ভারত

রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও পাওয়ার প্লে জিতে নিয়েছিল বাংলাদেশ। সাইফ হাসান এবং পারভেজ ইমনের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে কুলদীপ যাদবের স্পিনে সেই জুটি ভেঙে যায়। এক প্রান্ত ধরে অসাধারণ ব্যাটিং চালিয়ে যান সাইফ। তৌহিদ হৃদয়, শামীম কিংবা অধিনায়ক জাকের আলি – কেউই বড় রান করতে পারেননি। ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি হাঁকালেন সাইফ। ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে ৫১ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। তবে, ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।ভারত ৪১ রানের বড় ব্যাবধানে গুরুত্বপূর্ণ এই জয়টি ছিনিয়ে নেয়। ভারত ম্যাচ জিতে সরাসরি ফাইনালের টিকিট কেটে ফেলেছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামীকালের লড়াইয়ে জয়ী দল ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। আজকের ম্যাচের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “ভারত ফাইনালে যাবে এটা জানা কথা।” এক ভক্তের দাবি, “বাংলাদেশের শুধু মুখে ফোটানি, কাজের বেলায় কিছু না।” আর এক ভক্তের দাবি, “পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে বেশ মজা থাকবে।” অন্য এক ভক্ত লিখেছেন, “ভারতে আটকানোর ক্ষমতা বাংলাদেশের নেই।”