"জাত চিনিয়ে ছাড়লো..." দঃ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। আজকের ম্যাচে ফিরতে দেখা গেল অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) ওপেনিং জুটিকে। শুরুতে তারা দুর্দান্ত সূচনা করে ৬৩ রান বানিয়ে ফেলে।অভিষেক (৩৪) ও সঞ্জু স্যামসন (৩৭) রান করেন। তিন নম্বরে নেমে তিলক ভার্মা দলের হয়ে সর্বাধিক ৭৩ রানের ইনিংসটি খেলেন। তবে আজকের ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব আবার ব্যর্থ হয়েছেন, মাত্র ৭ বলে ৫ রানে আউট হন ভারত অধিনায়ক। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ১৬ বলে অর্ধশতরান পূর্ণ করার পাশাপশি ২৫ বলে ৬৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। শেষের দিকে দুবের ৩ বলে ১০ রানে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রানের বিশাল স্কোর বানিয়ে ফেলে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে করবিন বোশ ২ উইকেট নেন, লিন্ডে ও বার্টম্যান একটি করে উইকেট আদায় করেন।

জবাবে ব্যাটিং করতে এসে, দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান বানাতে সক্ষম হয়। ওপেনার কুইন্টন ডি কক (Quinton De Kock) ৩৫ বলে ৬৫ রানের সর্বোচ্চ রানটি বানান। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। তাছাড়া, রিজা হেনড্রিক্স ( ১৩), ডিওল্ড ব্রেভিস (৩১), ডেভিড মিলার (১৮), এইডেন মার্করাম (১৪), ডোনোভান ফেরেইরা (০), জর্জ লিন্ডে (১৬) রান করেন। মার্কো জানসেন (১৪) রান এবং করবিন বোশ (১৭) রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী সর্বাধিক ৩ উইকেট নেন। বুমরাহ ও অর্ষদীপ ২টি করে উইকেট নেন। ভারতের জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “বিশ্বকাপ না জিতলে এত সিরিজ জেতার কোনো মাহাত্ম নেই।” আর এক ভক্ত লিখেছেন, “ভারত দক্ষিণ আফ্রিকাকে ছিনিয়ে দিলো কে আসল বস।” অন্য এক ভক্ত দলের প্রশংসা করে লিখেছেন, “ভারতকে এখন কেউ আটকাতে পারবে না।” আর এক ভক্ত লিখেছেন, “ভারত এখন সবথেকে বড় পাওয়ার হাউস।”

দেখেনিন টুইট

Read Also: IND vs SA: বিফল হল ডি ককের লড়াই, বরুণ-জসপ্রীতের বোলিং দাপটে সিরিজ জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *