“নতুন যুগের সূচনা…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে আপ্লুত ভক্তরা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

পরিসমাপ্তি ঘটলো ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ জয়লাভ করেছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ১ উইকেট হারিয়ে ২৮৩ রান বানিয়ে ফেলে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ১২০ রান হাঁকিয়েছেন তিলক ভার্মা (Tilak Varma) এবং ১০৯ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ ভারত তাদের টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিতীয় সর্বাধিক রান বানিয়ে ফেললো।

ভারতীয় দলের রানের পাহাড় তাড়া করা সহজ ছিল না, তবুও চেষ্টা চালান ব্যাটসম্যানরা। দলের প্রথম চার উইকেট মাত্র ১০ রানে হারিয়ে ফেলে। ভারতীয় দলের তারকা পেসার অর্ষদীপ ও হার্দিক পাওয়ার প্লের ভিতরেই দক্ষিণ আফ্রিকার তোপ অর্ডার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। আজকের ম্যাচে প্রোটিয়া ভক্তদের ভরসা ছিল হেনরিখ ক্লাসেনের উপর, তবে তিনি ব্যাট হাতে একেবারে ব্যার্থ হয়েছেন। পাওয়ার প্লের ভিতরেই নিজের উইকেট হারিয়ে ফেলেন ক্লাসেন।

ডেভিড মিলার ভালো সূচনা করেও আবার একবার বরুণ চক্রবর্তীর ফিরকির শিকার হয়েছেন তিনি। ২৭ বলে ৩৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাছাড়া এই সিরিজে ফর্মে ফেরা ট্রিস্টান স্টাবস ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন। দক্ষিণ আফ্রিকা দলের হয়ে সর্বাধিক রানের ইনিংস তার ব্যাটই দেখা গিয়েছে, তিনি তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। শেষের দিকে মার্কো জেনসেন আবার ব্যাট হাতে তান্ডব দেখাতে শুরু করেন। তবে আজকের পাহাড় সমান রান তাড়া করা সহজ ছিল না। ব্যাট হাতে ১২ বলে ২টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ২৯ রানে নট আউট ছিলেন মার্কো জেনসেন।

পাশাপশি, সিমলানে (২), কোর্টজে (১২), মহারাজ (৬) ও সিপামলা (৩) রান বানাতেই সক্ষম হয়েছেন। ১৪৮ রানে সমাপ্ত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং, ভারতীয় দল ১৩৫ রানে তাদের তৃতীয় ম্যাচ সহ সিরিজটিও ৩-১ ব্যাবধানে জয়লাভ করে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং, ২ উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। তাছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রামনদীপ সিং ও রবি বিষ্ণু। ১৩৫ রানে জয় সুনিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ভারতের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

https://twitter.com/YouTubeIndia/status/1857466700599537816

https://twitter.com/Chahat137/status/1857498786769273055

https://twitter.com/JaiswarSanjana4/status/1857499848284737646

https://twitter.com/CryptoBank20/status/1857498476126548231

https://twitter.com/shikhar_sri/status/1857499077686051267

https://twitter.com/Krish_RC_/status/1857499544768155725

Read Also:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *