সমাপ্ত হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্যাচ। গুরুত্বপূর্ণ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। এই নিয়ে মোট তিন বার প্রথমেই ব্যাটিং করলো টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ম্যাচে আবার একবার বাজে সূচনা হলো টিম ইন্ডিয়া। আজকের ম্যাচেও খাতা না খুলতে পেরে প্যাভিলিয়নে ফিরেছেন সঞ্জু স্যামসন। তবে, আজ হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেলেন অভিষেক, ২৫ বলে ৫০ রানের একটি দ্রুত ইনিংস খেলেন তিনি।
তিলকের শতরানে চালকের আসনে ছিল টিম ইন্ডিয়া
সিরিজের তৃতীয় ম্যাচে শতরান জুড়ে দিলেন তিলক ভার্মা (Tilak Varma)। তিলক ৫৬ বলে ১০৭ রানের একটি ধ্বংসাত্মক ইনিংস খেলেন। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত কুড়ি ওভারে ২১৯ রান বানাতে সক্ষম হয়। ভারতীয় দলের দুর্দান্ত ব্যাটিংয়ে দলের জয় প্রায় নিশ্চিত ছিল। তবে দ্বিতীয় ইনিংসে শুরু হতেই ম্যাচে বিঘ্নতা ঘটায় পতঙ্গ। প্রায় কুড়ি মিনিট বাদে আবার দ্বিতীয় ইনিংস শুরু হয়। দক্ষিণ আফ্রিকার সূচনাটি বেশ ভালোই ছিল। তবে ছন্দহারা ব্যাটসম্যান রিকেলটনকে ছন্দে ফিরতে দিলেন না অর্ষদীপ সিং।
আবার একবার অর্ষদীপের বলে উইকেট হারালেন তিনি। পাওয়ার প্লের ভিতরে দুই উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। দশ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। যদিও লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা আজকের ম্যাচে ভালো ছন্দ দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ১৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মার্কো জেনিসেন, প্রায় ভারতের নাকের ডগা থেকে ম্যাচ কেড়ে নিচ্ছিলেন তিনি। তবে অর্ষদীপের সামনে তিনিও ধরা পড়েন।
১১ রানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া
দক্ষিণ অফিকার হয়ে ২২ বলে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন।নির্ধারিত ২০ ওভারে ২০৮ রানে সমাপ্ত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। আজকের ম্যাচে অর্ষদীপ সিং ৩টি, বরুণ চক্রবর্তী ২টি, পাশাপশি হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট তুলে নেন। ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Wanted SA to win this 😭
— Ashraf. (@akhunzada74) November 13, 2024
Hardik Pandya just missed the MOTM award for SA
— Amogh (@guyfromhills) November 13, 2024
The BGT series is going to be a fierce competition
— Shrutika FC (@ShrutikaFc) November 13, 2024
It was not meant to go this deep, especially after Klaasen fell in the 18th. But then, Jansen took matters into his own hands.
— Innings Insight 🏏 (@InningsDeepDive) November 13, 2024