চণ্ডীগড়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতে বরুণ চক্রবর্তী রিজা হেন্ড্রিক্সকে আউট করে ভালো সূচনা এনে দিলেও তৃতীয় ওভার থেকেই ম্যাচের চিত্র পাল্টে দেন কুইন্টন ডি কক। তিনি ৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় খেলেন দুর্দান্ত ৯০ রানের বিধ্বংসী ইনিংস। অধিনায়ক মার্করাম করেন ২৬ বলে ২৯, ফেরেরা ১৬ বলে ৩০ এবং মিলার ২০ রান। ভারতের হয়ে বরুণ ২৯ রান দিয়ে নেন ২ উইকেট, অক্ষর প্যাটেল ১ উইকেট তুললেও অন্য বোলাররা ব্যয়বহুল ছিলেন। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে তোলে ২১৩ রান।
সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা

জিততে হলে ভারতের টপ করার উপরে দায়িত্ব ছিল তবে শুরুতেই দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে ফেলে শুভমান গিল। লুঙ্গি এনগিড়ির বলে উইকেট হারিয়ে ফেলেন তিনি। অভিষেক শর্মা ৮ বলে ১৭ রান বানিয়ে উইকেট হারান। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। হার্দিক পান্ডিয়া (২৩), অক্ষর প্যাটেল (২১), জিতেশ শর্মা (২৭) রানে প্যাভিলিয়ন ফেরেন। দলের হয়ে সর্বাধিক ৬২ রানের ইনিংস খেলেন তিলক ভার্মা (Tilak Varma)। ভারতীয় দল ১৯.১ ওভারে ১৬২ রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে, ৪ উইকেট নেন অটনীল বার্টম্যান। ২টি করে উইকেট পান লুঙ্গি, জেনিসেন ও সিপামবলা। দক্ষিণ আফ্রিকা ৫১ রানে এই ম্যাচটি জয়লাভ করলো।
ভারতের এই পরাজয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, “রোহিত- কোহলি তো নেই, গম্ভীর তাহলে এবার কাকে দোষ দেবে ?” এক ভক্তের দাবি, “গিল আর সূর্যকুমার কি করতে দলে রয়েছে ?” আর এল ভক্ত লিখেছেন, “এভাবে চলতে থাকলে ভারতীয় ক্রিকেট ভবিষ্যৎ শেষ।” আর এক ভক্ত লিখেছেন, “বুমরাহ- অর্ষদীপ থেকেও এমন হার মানে ভারত পুরোপুরি ব্যার্থ।”