দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (IND vs SA) জয় করে টিম ইন্ডিয়া। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একটানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে। এবার পালা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় সুনিশ্চিত করার। ভারতীয় দল আজকের ম্যাচেও টস হেরেছে, টসে হেরে আবার একবার ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গত দিন ভারতীয় দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেছিলেন সঞ্জু স্যামসন। তবে আজকের ম্যাচে চললো না সঞ্জুর ব্যাটিং, রান বানাতে ব্যার্থ হয়েছেন তিনি। প্রথম ওভারেই খাতা না খুলতে পেরে প্যাভিলিয়নে ফেরেন তিনি, তাছাড়া দ্বিতীয় ওভারেই ষ্টার ব্যাটসম্যান অভিষেক শর্মা নিজের উইকেটব হারিয়ে ফেলেন।
১২৪ রানে শেষ হয়েছে ভারতীয় দলের ব্যাটিং
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং ছিল খুবই সাধারণ, পাওয়ার প্লের ভিতরেই ভারতীয় দল ক্যাপ্টেন সূর্যকুমারকেও হারিয়ে ফেলে। অভিষেক ও সূর্য কেবলমাত্র ৪ রান করেই বানাতে সক্ষম হয়েছিলেন। পাওয়ার প্লের ভিতরে ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্যাভিলিয়নে ফিরতেই সমস্যায় পরে ভারতীয় দলের বাঁকি ব্যাটসম্যানরা। ভারতীয় দলের করুণ পরিনিতি দেখে টিম ম্যানেজমেন্ট অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিং করাতে পাঠান। অক্ষর ২১ বলে ২৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তবে রান আউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
পাশাপশি দলের হয়ে ২০ রান বানিয়েছেন তিলক ভার্মা। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩৯ রান বানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে তিনি এই রান বানাতে নিয়েছিলেন ৪৫ বল। ১২৪ রানে শেষ হয় ভারতীয় দলের ব্যাটিং। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন জেনিসেন, কোর্টজে, সিমেলানে, মার্করাম ও কাবা পিটার। ভারতীয় দলের এই ধরনের ব্যাটিং পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
দেখেনিন টুইট
Difficult to defend with such strong batting line up
— 𝐑𝐢𝐭𝐢𝐤𝐚ᥫ᭡ (@ritz__thoughts) November 10, 2024
Sala gandya
Lodu khud itni dot balls khela usko strike nahi diya
— 𝕏Guri🐦 (@Guri_x_Pbks) November 10, 2024
Impressive innings from Hardik Pandya under tough conditions! 🏏👏
— Global Grins (@GlobalGrinss) November 10, 2024
Hp took half of the balls and had no balls to hit them along … Wat a waste
— Jaunism (@jaunism45) November 10, 2024
Hardik Pandya played 4 dot balls in the Final over 💀 pic.twitter.com/yTkUNK2Zaz
— Secular Chad (@SachabhartiyaRW) November 10, 2024