“ছেলেখেলা করিয়ে ছাড়লো…” ভারতের বিরুদ্ধে ২৪১ রানে শেষ হলো পাকিস্তানের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মহা মঞ্চে মুখোমুখি ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান দলের অধিনায়ক মোহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ফখর জামান (Fakhar Zaman)। যে কারণে তার পরিবর্তে ইমাম উল হক আজ পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন। বাবর আজমের সঙ্গে একটি ভালো সূচনা দিতে শুরু করেন। তবে হার্দিক পান্ডিয়ার ড্রিম বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর। ২৬ বলে ২৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর। পাওয়ার প্লের ভিতরেই ২৬ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ইমাম উল হককে।

২৪১ রানে শেষ হলো পাকিস্তানের ব্যাটিং

Ind vs pak
IND vs PAK | Image: Grtty Images

প্রথম দুই উইকেট দ্রুত হারালেও পাকিস্তানি ক্যাপ্টেন রিজওয়ান ও সাউদ সাকিলের মধ্যে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। অক্ষর প্যাটেলের বলে অবশেষে ৩৪ তম ওভারে শেষ হয় রিজওয়ানের ইনিংস। ৭৭ বলে ৪৬ রান বানিয়ে আউট হন রিজওয়ান এবং পরের ওভারেই ৭৬ বলে ৬২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় শাকিলকে। মিডিল ওভারে একেরপর এক উইকেট হারাতে শুরু করে পাকিস্তান দল। তায়াব তাহির ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

পাকিস্তান দলের সহ অধিনায়ক সালমান আঘা ২৪ বলে ১৯ রান বানান। শেষের দিকে দলের হয়ে ৩৯ বলে ৩৮ রান বানান। প্রথম ইনিংসের পরিসমাপ্তির পর পাকিস্তান দলের রান সংখ্যা আপাতত ২৪১। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩টি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), ২ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ১টি করে উইকেট নিয়েছেন হার্ষিত রানা, robindro জাদেজা ও অক্ষর প্যাটেল। ভারতের রুদ্ধশ্বাস প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: CT 2025 IND vs PAK: মাথা তুলতে পারলো না পাক ব্যাটিং, প্রতিপক্ষকে ২৪১-এ বেঁধে রাখলেন হার্দিক-কুলদীপরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *