IND vs PAK ASIA CUP 2025 Final: “সিঁদুর দিয়ে শুরু তিলক দিয়ে শেষ…” পাকিস্তানকে হারিয়ে নবম এশিয়া কাপ জিতে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) মেগা ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নবম বারের জন্য এশিয়া কাপ শিরোপা জিতলো টিম ইন্ডিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দুরন্ত সূচনা করেছিল পাকিস্তান দল। ওপেনার সাহেবজাদা ফারহান অর্ধশতরান হাঁকান এবং ফখরের ব্যাট থেকে ৪৬ রান এসেছিল। দুজনের মধ্যে ৮৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তবে মাঝের ওভারে কুলদীপ, অক্ষর আর বরুণের স্পিনে ভেঙে পড়ে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডার। কেবলমাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান দল। ভারতের হয়ে কুলদীপ নিয়েছেন ৪ উইকেট। তাছাড়া দুটি করে উইকেট তুলে নেন বরুণ, অক্ষর ও বুমরাহ।

৬ উইকেটে ম্যাচ জিতলো ভারত

Asia cup 2025
Tilak Varma | Image: Getty Images

দুর্দান্ত বোলিং প্রদর্শনে ভারতীয় দল কামব্যাক করলেও ভারত ব্যাটিং করতে এসে শুরুতেই চাপের মুখে পরে। দ্বিতীয় ওভারেই ইনফর্ম অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফেরেন। এমনকি, সূর্যকুমার যাদব ও শুভমান গিল দ্রুত আউট হয়ে দলকে বিপাকে ফেলে দেন। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ ছিল মাত্র ৩৬ রান এবং তার মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। কঠিন অবস্থায় ভারতের ঢাল হয়ে দাঁড়ান তিলক ভার্মা (Tilak Varma) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। দুজনের মধ্যে ৫০ বলে ৫৭ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। এরপর, সঞ্জু আউট হতে ক্রিজে নামেন শিবম দুবে। তিলকের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন তিনি।

Read More: Asia Cup 2025: পাকিস্তানের ‘প্লেন’ মাটিতে নামালো টিম ইন্ডিয়া, তিলকের দুর্ধর্ষ ব্যাটিংয়ে এশিয়া কাপ সূর্যকুমারদের !!

দুজনের মধ্যে ৪০ বলে ৬০ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন, সঙ্গে দুবের ৩৩ রানের ঝড়ো ইনিংস ভারতকে ম্যাচে ফেরায়। রিংকু সিং দলের হয়ে উইনিং রান বানান। ২ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এই জয়ের মধ্য দিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা উঠলো ভারতের হাতে। ম্যাচ জেতার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “ভারত এই ট্রফি জেতার প্রবল দাবিদার ছিল।” আর এক ভক্ত লিখেছেন, “পাকিস্তান যতবার খেলবে ততবার হারবে।” এক ভক্ত লিখেছেন, “তিলক যা খেলেছে তা তুলনাহীন।” অন্য এক ভক্ত লিখেছেন, “ভারত খুবই শক্তিশালী দল সেখানে পাকিস্তান নিতান্তই শিশু।” এক ভক্তের দাবি, “ওর না পাবে কাশ্মীর, না জিতবে কোনো ম্যাচ।”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025: ফাইনালে ‘ফ্লপ’ অভিষেক, ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *