IND vs PAK: "কি করতে খেলে ওরা ?..." ভারতের সামনে ১২৭ রানে থমকে গেল পাকিস্তানের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

আজ এশিয়া কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আজকের এই মহারণ শুরু হতেই উত্তেজনা ছিল তুঙ্গে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হয় তীব্র উত্তেজনার মধ্যে। টস হেরে প্রথমে বোলিং করতে আসতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম বলেই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের ওপেনার সাইম আয়ুবকে প্যাভিলিয়নে ফেরান। প্রথম ওভারেই চাপের মুখে পড়ে পাকিস্তান। এরপর, দ্বিতীয় ওভারেই তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এসে মোহম্মদ হ্যারিসকে প্যাভিলিয়নে ফেরায়। পাকিস্তান মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পরে।

পাকিস্তান দলের হয়ে ফখর জামান (Fakhar Zaman) ও সাহেবজাদা ফারহান দলের হাল ধরেন। পাওয়ার প্লের মধ্যে তারা সাহসী খেলায় ৪২ রান তুলে পরিস্থিতি সামাল দিলেও অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ফিরকির জাদুদে পাকিস্তান আবার ব্যাকফুটে চলে আসে। ৬৪ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ম্যাচের শুরুতেই ভারত দাপট দেখাতে শুরু করে। পাকিস্তান দলের হয়ে সর্বাধিক ৪৪ বলে ৪০ রান বানিয়ে সাহেবজাদা ফারহান কুলদীপের বলে প্যাভিলিয়নে ফেরেন।

১২৭ রানে শেষ গেল পাকিস্তানি ব্যাটিং

pak-batters-struggle-vs-indian-spin, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

পাকিস্তান দলের হয়ে শেষের দিকে রান বানান শাহীন আফ্রিদি ও  সুফিয়ান মুকিম। শেষের দিকে শাহীন আফ্রিদি ১৬ বলে ৪ ছক্কার বিনিময়ে ৩৩ রান বানান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান বানাতে সক্ষম হয়েছে। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন কুলদীপ যাদব, ২ উইকেট নেন জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল ও ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

এক ভক্ত লিখেছেন, “পাকিস্তান নাম মাত্রই একটা দল।” অন্য এক ভক্ত লিখেছেন, “ওরা আজ টেস্ট খেলতেই মাঠে নেমেছিল।” অন্য এক ভক্ত লিখেছেন, “পাকিস্তানকে এসব টুর্নামেন্ট খেলতে না দেওয়া উচিত।” আর এক ভক্ত লিখেছেন, “পাকিস্তানকে নাকানিচবানি খাওয়াচ্ছে ভারত।” ভারতের অনবদ্য পারফরম্যান্স দেখে এক ভক্ত লিখেছেন, “আজকে পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ভারত এশিয়া কাপ জিততো।”

দেখেনিন টুইট

Read Also: Asia Cup 2025:  পাক ব্যাটিংয়ে কাঁপুনি ধরালেন কুলদীপ-অক্ষর, ১২৭ রানেই থামলো ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *