“শিরোপা জিতেই ফিরে এসো…” চ্যাম্পিয়ন্স ট্রফি সুনিশ্চিত করতে ভারতের টার্গেট ২৫২, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে অসাধারণ বোলিং নিদর্শন দেখালো ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড দল। গতবার ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ডের কাছে। তবে আজকের ম্যাচে তারা পুরানো ভুল অবলম্বন করলো না। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে কিউই দলের দুই ওপেনার অসাধারণ সূচনা দিয়েছিলেন। পাওয়ার প্লের ভিতরেই ৬৯ রান বানিয়েছিল নিউজিল্যান্ড দল। ওপেনার ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ২৯ বলে ৩৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। এমনকি উইল ইয়ংয়ের ব্যাট থেকে ২৩ বলে ১৫ রান এসেছিল। পাওয়ার প্লের ভিতরেই আবার একবার প্রথম উইকেটটি তুলে নেন বরুণ চক্রবর্তী। ইয়ংকে এলবিডব্লিউ আউট করেছিলেন বরুণ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই রোহিত শর্মা (Rohit Sharma) বোলিংয়ে পাঠান কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)।

স্পেলের প্রথম বলেই রচিন রবীন্দ্রকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ। এরপর গত ম্যাচে অসাধারণ ছন্দ দেখানো কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে ফেরান কুলদীপ নিজেই। দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাগ ফুটে চলে আসে নিউজিল্যান্ড তবে নিউজিল্যান্ডের হয়ে একদিকে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িল মিচেল। তবে বন্যপ্রান্তে ব্যাটিং করতে আসা টম লেখা ৩০ বলে ১৪ রান বানিয়ে আবার একবার রবীন্দ্র জাদেজার শিকার হলেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে এসে গ্লেন ফিলিপস (Glenn Philips) ৫২ বলে ২টি চার এবং ১টি ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ড দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মিছিল এবং মাইকেল ব্রেসওয়েল। শেষের দিকে ব্যাটিং করতে নেমে মাইকেল ব্রেসওয়েল বেশ ভালো ব্যাটিং করেছিলেন।

২৫১ রানে শেষ হলো নিউজিল্যান্ডের ব্যাটিং

ct-2025-final-nz-innings-report-vs-ind , ind vs nz
IND vs NZ | Image: Getty Images

৪০ বলে ৩টি চার এবং ২টি ছক্কায় ৫৩ রান বানান মাইকেল ব্রেসওয়েল। তাছাড়া দলের হয়ে সর্বাধিক ১০১ বলে ৩টি চারের বিনিময়ে ৬৩ রান বানিয়ে দলকে ২৫১ রানে পৌঁছে দেন। ভারতীয় দলের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বরুন চক্রবর্তী এবং কুলদীপ যাদব এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং মোহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় দলকে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয় করার জন্য প্রয়োজন ২৫২ রানের সমাজ মাধ্যমে ইতিমধ্যেই চলছে উন্মাদনা।

দেখেনিন টুইট

Read Also: CT 2025 IND vs NZ: স্পিনের ফাঁসে বন্দী কিউই শিবির, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের প্রয়োজন ২৫২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *