"জাত ছিনিয়ে ছাড়লো..." ভারতের সামনে ১৫৫ রানে শেষ হলো কিউইদের ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম দই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত প্রদর্শন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতীয় দলের এই দাপুটে পারফরমেন্স বিপক্ষ দলকে নাড়িয়ে দিয়েছে। ভারতের মাটিতে নিউজিল্যান্ড টেস্ট ওডিআই সিরিজ জিতেছে তবে টি-টোয়েন্টি সিরিজে তুলনামূলকভাবে নিউজিল্যান্ডকে দমিয়ে রেখেছে ভারত। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সূর্য। ব্যাটিং করতে এসে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান বানাতে সক্ষম হয়েছে।

দলের হয়ে ৪০ বলে ৪৮ সর্বোচ্চ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। শুরুতেই মাত্র এক রান উইকেট হারান ডেভন কনওয়ে। হার্ষিত রানার কাছে পঞ্চম বারের জন্য উইকেট হারালেন তিনি। তাছাড়া টিম সাইফার্ট (১২), রচিন রবীন্দ্র (৪), মিচেল (১৪) ও ক্যাপ্টেন্স স্যান্টনারের ব্যাট থেকে এসেছে ২৭ রান। ভারতের পক্ষ থেকে সর্বাধিক তিনটি উইকেট নিয়েছেন বুমরাহ, দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণু ও হার্দিক পান্ডিয়া। তাছাড়া এক উইকেট নিয়েছেন হার্ষিত রানা।

প্রথম ইনিংস শেষে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ আজকের ম্যাচে অসাধারণ বোলিং করেছেন।

দেখেনিন টুইট

Read Also: বাংলাদেশের পর ‘বয়কটের’ পথে পাকিস্তান, টি-20 বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা মহসিন নাকভির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *