IND vs NZ: ভেঙে গেল ভারতের ৪৩৩১ দিনের রেকর্ড। দীর্ঘ ১২ বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজে পরাস্ত হলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের দ্বিতীয় টেস্টটি জয়লাভ করলো। প্রথম টেস্টে লজ্জাজনক পরিণতির পর দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ছিল খুবই সাদামাটা। ভারতকে প্রথম টেস্টে ৮ উইকেটে পরাস্ত করেছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টে ১১৩ রানে পরাজিত করে টিম ইন্ডিয়াকে ঘরের মাঠে গত ১২ বছরে প্রথম বার পরাস্ত করলো। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে ১লা নভেম্বর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ভারতের মাটিতে শেষবার ২০১২ সালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড জিতেছিল ২-১। নিউজিল্যান্ড দল ১৯৫৫ সাল থেকে ভারত সফর করছে, কিন্তু এখানে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি। ৬৯ বছরের মধ্যে প্রথমবারের মতন কিউই দল ভারতে টেস্ট সিরিজে ভারতকে পরাস্ত করেছে। সিরিজের দ্বিতীয় টেস্টের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। এখান থেকেই পাল্টে যায় ম্যাচ। পুনার মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের মাঠে এখন পর্যন্ত যে কটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচ গুলিতে প্রথমে ব্যাটিং করা দলগুলিই টেস্ট ম্যাচ জিতেছে।
দ্বিতীয় টেস্টের কথা বলতে গেলে, প্রথম ইনিংসে কিউই দল ২৫৯ রান করে। জবাবে ব্যাটিং করতে এসে প্রথম ইনিংসে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ২৫৬ রান করে কিউই দল ৩৫৮ রানের একটি বড় লিড পায়। জয়ের জন্য ৩৫৯ রানের টার্গেট পেলে টিম ইন্ডিয়া ২৪৫ রানেই গুটিয়ে যায়। ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি ৭৭ রান বানিয়েছেন যশস্বী জয়সওয়াল। তাছাড়া রবীন্দ্র জাদেজা ৪২ ও শুভমান গিল ২৩ রান বানিয়েছিলেন। নিউজিল্যান্ডের হয়ে ৬টি উইকেট তুলে নেন মিচেল সানটনার, দুই উইকেট নেন এজাজ প্যাটেল ও ১ উইকেট নেন গ্লেন ফিলিপস।
দেখেনিন টুইট
World Cup Jeetne ke baad Home series haarna #INDvNZ pic.twitter.com/thYvqeHtiW
— Raja Babu (@GaurangBhardwa1) October 26, 2024
Virat Kohli as a captain in tests >>>>
— Deekshitha (@Deeksh_Aithal) October 26, 2024
Should blame himself for poor captaincy and batting
— Chinmay Shah (@chinmayshah28) October 26, 2024
If Besharma has any amount of shame left, he would retire right now
— Amogh (@guyfromhills) October 26, 2024
@CricCrazyJohns -Do we still have a chance to play WTC final ?
— Vikram (@vikramvamsi33) October 26, 2024
New Zealand really pulled off the unexpected!
Tuff Luck Rohit 🏏— RATHORE (@GSR2139) October 26, 2024
Team haar gyi run bhi nhi Bane ab kutte jaise face bana leta hu sympathy toh mil hi jayegi 👏🏻👏🏻
— S. (@RetroxWarlord) October 26, 2024
This is a shameful defeat, questions should be asked from the team. Bring Pujara back in the middle order
— Mohan (@ImMohan22) October 26, 2024
Read Also: